Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

আইসিসি-এর অনুরোধকে নাকচ করে দিল বিসিসিআই

আইপিএল-এর সিডিউল অনুযায়ী ওই সময় কলকাতার কোনও হোম ম্যাচ নেই। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে হায়দরাবাদ, মুম্বই, ইনদৌর, বেঙ্গালুরু ও জয়পুরে খেলা চলবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৫
Share: Save:

আইসিসি বিসিসিআই-কে অনুরোধ করেছিল কলকাতায় আইপিএল-এর একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। কিন্তু তা মেনে নিল না বিসিসিআই। ২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় বসতে চলেছে আইসিসি-র বার্ষিক সাধারণ সভা। দীর্ঘদিন পর কলকাতায় আইসিসি-র এত বড় আসর বসতে চলেছে। সেই সময় চলবে আইপিএলও। আর সে কারণেই আইসিসি চেয়েছিল সেই সময় যাতে সংস্থার সদস্যরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারে। সে কারণেই এই অনুরোধ করা হয়েছিল।

কিন্তু আইপিএল-এর সিডিউল অনুযায়ী ওই সময় কলকাতার কোনও হোম ম্যাচ নেই। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে হায়দরাবাদ, মুম্বই, ইনদৌর, বেঙ্গালুরু ও জয়পুরে খেলা চলবে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, আইসিসি এমন একটা অনুরোধ করেছিল। তারা চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল-এর একটি ম্যাচ দেখতে পারে। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআর-এর ইডেন।

পাশাপাশি এও জানিয়েছেন, আইপিএল-এর একটা ম্যাচের সময় এ দিক ও দিক করতে গেলেই পুরো ফিক্সচারের উপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হল না। এর মধ্যে এও খবর শোনা যাচ্ছে পিসিবি-র চেয়ারম্যান নাজম শেঠীর ভারতে এই মিটিংয়ে আসা নিয়ে। ভারত-পাকিস্তান সম্পর্কের ভিত্তিতেই ভিসা পাওয়া নিয়ে সমস্যা ছিল। তবে তিনি যদি ভিসা না পান তা হলে প্রশ্ন উঠে যাবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান দলের আসা নিয়ে।

আরও পড়ুন
রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer IPL 2018 ICC BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE