আয়োজক অস্ট্রেলিয়া যেখানে চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।
এক ওয়েবসাইটে তিনি বলেছেন, “টুর্নামেন্ট আয়োজন করতে অপারগ বলে জানিয়ে দিয়েছে আয়োজক দেশ। তাই আইসিসি-র খুব বেশি কিছু করার নেই। জানি না ওরা কেন দেরি করছে। এটা আইসিসি-র সিদ্ধান্ত, ওরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইবে, তখনই হবে। তবে এই সিদ্ধান্ত দ্রুত হওয়াই বিশ্বক্রিকেটের পক্ষে ভাল।”
আরও পড়ুন: ঘরের মাঠে অশ্বিনকে বিশ্বসেরা বললেন প্রাক্তন পাক স্পিনার