ভারতীয় সিনিয়র দলের কোচ হওয়ার আর্জি গেল দ্রাবিড়ের কাছে। এতদিন তিনি ছিলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্স হতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলকে। সেই রাহুল দ্রাবিড়কেই সিনিয়র দলের কোচ হিসেবে চাইছে বিসিসিআই। রাহুলের সঙ্গে বিসিসিআই-এর তরফে ইতিমধ্যেই কথা বলা হয়েছে। যদিও এখনও কোনও উত্তর দেননি দ্রাবিড়। বিসিসআই-এর কোচেস সিলেকশন কমিটিতে রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ।
এক বছর ধরে ভারতীয় দলের হেড কোচের জায়গা ফাঁকা রয়েছে। ২০১৫ বিশ্বকাপের পর ডানকান ফ্লেচারের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন রবি শাস্ত্রী। টিম ডিরেক্টর হিসেবে টি২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তাঁর। আগে ভারতীয় দলের কোচ হওয়ার অনুরোধ গিয়েছিল অস্ট্রেলিয়ার মাইকেল হাসির কাছে। তবে তিনি রাজি হননি। অন্যদিকে রাহুল দ্রাবিড় রাজি না হলে শাস্ত্রীকেও দলের হেড কোচ করে দেওয়া হতে পারে বলে খবর।
আরও খবর
চুক্তি শেষ শাস্ত্রীর