Advertisement
২৫ এপ্রিল ২০২৪
French Open 2023

ফরাসি ওপেনে অঘটন! অবাছাই মুকোভার কাছে সেমিফাইনালে হার দ্বিতীয় বাছাই সাবালেঙ্কার

প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুকোভা। ফরাসি ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কাকে হারলেন ৬-৭, ৭-৬, ৫-৭ গেমে। সেমিফাইনালে অঘটন ঘটালেন মুকোভা।

Karolina Muchova

ক্যারোলিনা মুকোভা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২৩:০১
Share: Save:

হেরে গেলেন এরিনা সাবালেঙ্কা। এ বারের ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাই টেনিস তারকা হেরে গেলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুকোভার বিরুদ্ধে। ফরাসি ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা হারলেন ৬-৭, ৭-৬, ৫-৭ গেমে। সেমিফাইনালে অঘটন ঘটালেন মুচোভা।

প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুকোভা। ২৬ বছরের তরুণী এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন। সেটাই ছিল তাঁর সেরা সাফল্য। এ বার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন তিনি। সেমিফাইনালে সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম দু’টি সেটেই টাইব্রেকারে ম্যাচ নিয়ে যান মুকোভা। প্রথমটি জিতলেও দ্বিতীয়টিতে হেরে যান। শেষ সেটে এক সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন মুচোভা। সেখান থেকে ম্যাচ পয়েন্ট ভেঙে পর পর পাঁচটি গেম জিতে নেন তিনি। ৭-৫ ফলে সেট জেতেন। সেই সঙ্গে ফাইনালে পৌঁছে যান মুচোভা।

তিন ঘণ্টা ১৩ মিনিট ধরে সাবালেঙ্কার বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিলেন মুকোভা। সকলকে অবাক করে ম্যাচ জিতে নিলেন তিনি। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। ফরাসি ওপেনেও দারুণ ছন্দে ছিলেন। একের পর এক ম্যাচ অনায়াসে জিতেছিলেন। কিন্তু সেমিফাইনালে ধাক্কা খেলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই। এই বছর কোনও গ্র্যান্ড স্ল্যামে এটাই সাবালেঙ্কার প্রথম হার। টানা ১২টি ম্যাচ জিতেছিলেন তিনি।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেক এবং ১৪ নম্বর বাছাই বিত্রিজ মায়া। ব্রাজিলের টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে জিতলে শিয়নটেক ফাইনালে খেলবেন মুকোভার বিরুদ্ধে। বার বার চোট পাওয়া মুচোভা ক্রমতালিকায় শীর্ষে থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে ভাল খেলেন। ফাইনালেও অঘটনের আশা করতেই পারেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE