Advertisement
১৬ জুন ২০২৪

বেমবেমদের সোনা, ব্যর্থ প্রীতমরা

বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে থাকল বেমবেম দেবীর কাছে। স্যাগ গেমসের সোনার পদকে। সোমবার গুয়াহাটিতে ফুটবল ফাইনালে বেমবেমের অধিনায়কত্বে নেপালকে ৪-০ হারাল ভারতের মেয়েরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৮
Share: Save:

বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে থাকল বেমবেম দেবীর কাছে। স্যাগ গেমসের সোনার পদকে। সোমবার গুয়াহাটিতে ফুটবল ফাইনালে বেমবেমের অধিনায়কত্বে নেপালকে ৪-০ হারাল ভারতের মেয়েরা। যার কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভারতীয় ফুটবল যে তিমিরে সেই তিমিরেই! দেশজ মেয়েদের হারের বদলাটা সুদে-আসলে নিল নেপালের পুরুষ ফুটবল দল। প্রীতম কোটাল, নারায়ণ দাসদের ভারতকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে সোনা জিতল নেপাল। মেয়েদের উৎসাহ দিতে গুয়াহাটি স্টেডিয়ামে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিরতির আগেই কমলা দেবী ভারতকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ২-০ করেন কমলা-ই। পরে ব্যবধান বাড়ান বালা দেবী এবং আশালতা দেবী। ভারতের ছেলেরা আবার অসংখ্য গোলের সুযোগ নষ্ট করলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE