লর্ডসে তো তাঁর খেলা হচ্ছেই না। কিন্তু ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টেও কি খেলতে পারবেন বেন স্টোকস? অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য স্টোকস লর্ডসে নামতে পারছেন না। ব্রিস্টলে পানশালার বাইরে মারপিট করে যে কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, তারই বিচার চলছে এখন ব্রিস্টলের ক্রাউন কোর্টে। ব্রিটিশ মিডিয়ার দাবি বিচারপতি পিটার ব্লেয়ার জুরি সদস্যদের নাকি জানিয়েছেন, তাঁদের আগামী সপ্তাহের শুরুর দিকে ফের এই মামলার জন্য আসতে হতে পারে।
ট্রেন্ট ব্রিজে টেস্ট শুরু হবে ১৮ অগস্ট (শনিবার) থেকে। যার অন্তত দু’দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাঁকে অনুশীলনে চাইছে ইংল্যান্ড শিবির। কিন্তু ওই সময়ে স্টোকসের বিচারপর্ব শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে নিশ্চিত নয় ওয়াকিবহাল মহল। ব্রিটিশ মিডিয়ায় লেখা হয়েছে, অলরাউন্ডারকে দলে পেতে স্টোক মামলা কোন দিতে গড়ায় তার উপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড শিবিরকে। সোমবারের শুনানিতেই বোঝা গিয়েছে, যত দ্রুত স্টোকস-মামলার নিষ্পত্তি হবে বলে ভাবা হয়েছিল, ততটা নাও হতে পারে। জানা গিয়েছে, আদালতে সবে নাকি বিচারের প্রাথমিক পর্ব মিটেছে। অনেকটাই এখনও বাকি। তা ১৬ অগস্টের আগে শেষ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আইনি মহলের।
এ দিকে, সারের যে তরুণ ব্যাটসম্যান জাতীয় দলে সুযোগ পেয়েছেন, সেই অলিভার পোপ জানিয়েছেন, তাঁর কাউন্টি সতীর্থ স্যাম কারেনকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন। এবং সুযোগ পেলে তাঁর মতোই পারফর্ম করতে চান। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চার উইকেট পেয়ে ও পরে অসাধারণ এক হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ায় ম্যাচের সেরার খেতাব পান কারেন। পোপ বলছেন, ‘‘আমিও বোধহয় স্যামের মতোই। জার্সিটা গায়ে চাপিয়ে নেমে পড়ার অপেক্ষায় আছি।’’