Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports news

আউট হয়ে মুখ খারাপ করে সতর্কিত স্টোকস

তৃতীয় টেস্টে প্রথম দিনের ঘটনা। ব্যাট করছিল ইংল্যান্ড। বেন স্টোকস আউট হন ২৯ রানে। জাডেজার বলে তাঁকে স্টাম্প আউট করেন পার্থিব। স্টোকসকে আউট করার পর উৎসব করছিল ভারতীয় দল। সেটা খুব একটা ভাল ভাবে নেননি স্টোকস। মাঠ ছাড়তে ছাড়তে কুমন্তব্য করেন ভারতীয় প্লেয়ারদের উদ্দেশে।

লতীর্থদের সঙ্গে বেন স্টোকস। ছবি: পিটিআই।

লতীর্থদের সঙ্গে বেন স্টোকস। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১৮:৫৭
Share: Save:

তৃতীয় টেস্টে প্রথম দিনের ঘটনা। ব্যাট করছিল ইংল্যান্ড। বেন স্টোকস আউট হন ২৯ রানে। জাডেজার বলে তাঁকে স্টাম্প আউট করেন পার্থিব। স্টোকসকে আউট করার পর উৎসব করছিল ভারতীয় দল। সেটা খুব একটা ভাল ভাবে নেননি স্টোকস। মাঠ ছাড়তে ছাড়তে কুমন্তব্য করেন ভারতীয় প্লেয়ারদের উদ্দেশে। যেটা দুই ফিল্ড আম্পায়ারই শুনতে পান। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আইসিসির লেভেল ওয়ান নিয়ম ভাঙার জন্য বেন স্টোকসকে সাবধান করা হল। যেটা ঘটেছে তৃতীয় টেস্টের প্রথম দিন। যেখানে আইসিসির আইন ধারা ২.১.৪ লঙ্ঘন করা হয়েছে। যেখানে খারাপ শরীরিভাষা ও মন্তব্য লঙ্ঘন করার কথা বলা হয়েছে।’’

স্টোকসের এই অপরাধ যদিও আইসিসির খাতায় লেখা হয়ে থাকল। এই অপরাধের মাত্রা ২৪ মাসের মধ্যে চার বা তার থেকে বেশি হলে নির্বাসনও হতে পারে। দুটো নির্বাসন পয়েন্ট একটি টেস্ট বা দুটো ওযান ডে ও টি২০ থেকে নির্বাসিত করতে পারে কোনও ক্রিকেটারকে। শাস্তির সময় যে টুর্নামেন্টটি খেলবেন সেটিতেই নির্বাসিত করা হবে তাঁকে।

যদিও স্টোকস তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। যে কারণে কোনও শুনানির প্রয়োজন নেই। লেভেল ওয়ান অপরাধের জন্য সব থেকে কম শাস্তি সাবধান করা ও সব থেকে বড় শাস্তি ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া। সঙ্গে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট।

আরও খবর

চোট কাটিয়ে ফিরতে পারেন লোকেশ, হার্দিকের সম্ভাবনা কম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ben Stokes ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE