Advertisement
E-Paper

ছ’বছর পর আবার বাংলার ঘরে সন্তোষ ট্রফি

কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। অতিরিক্ত সময়ে মনবীর সিংহর একমাত্র গোলেই গোয়ার মাটিতেই গোয়াকে হারিয়ে শহরে ফিরছেন টিম বাংলা। তাও আবার ছ’বছর পর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ২৩:০৩
চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলা দল। -নিজস্ব চিত্র।

চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলা দল। -নিজস্ব চিত্র।

কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। অতিরিক্ত সময়ে মনবীর সিংহর একমাত্র গোলেই গোয়ার মাটিতেই গোয়াকে হারিয়ে শহরে ফিরছেন টিম বাংলা। তাও আবার ছ’বছর পর।

৯০ মিনিট গোলশূন্য থাকার পর গোয়ায় বেম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর ১১৯ মিনিটেই বাজিমাত বাংলার হয়ে এক প়ঞ্জাব তনয়ের। এদিন ঘরের দলকে সমর্থধন করতে স্টেডিয়াম ভরিয়েছিলেন গোয়ার সমর্থকরা। কিন্তু হতাশ হতে হল। সন্তোষ ট্রফির ফাইনাল আবার প্রমাণ করল এখনও ভারতীয় ফুটবলের পাওয়া হাউস এই দুই রাজ্যই।

আরও খবর: কোচি অপছন্দ, গুয়াহাটি পছন্দ, এ বার পালা যুবভারতীর

প্রথম থেকেই হোম টিমের বিরুদ্ধে ম্যাচের দখল নিজেদের কাছেই রেখেছিল বাংলা। বসন্ত সিংহর হেড ক্রসবারে লেগে ফেরে। তার পরই বাজিমাত মনবীরের। যখন সাইখন রোনাল্ড সিংহর বল ধরে তাঁর বাঁ পায়ের শট চলে যায় গোলে। বিট হয়ে যান গোয়ার দুই ডিফেন্ডার। আর তার পরই পুরো স্টেডিয়াম নেমে আশে নিস্তব্ধতা। গোয়া ভেবেছিল ম্যাচকে নিয়ে যাবে টাইব্রেকারে। কিন্তু তেমনটা হল না। মনবীর সিংহর বাবাও ১৯৮০তে পঞ্জাবের হয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বার সেই পথেই হাঁটলেন ছেলে। তবে বাংলার হয়ে। এই নিয়ে ৩২বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা।

Santosh Trophy Bengal Vs Goa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy