Advertisement
E-Paper

জেতালেন মনোজ

বিজয় হজারে ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখল বাংলা। ত্রিপুরাকে ৯ রানে হারিয়ে। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৭
মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র।

মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখল বাংলা। ত্রিপুরাকে ৯ রানে হারিয়ে।

রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এলিট গ্রুপ ‘সি’-র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে বাংলা। অধিনায়ক মনোজ তিওয়ারি ৬৭ বলে ৬৭ রানের ইনিংস খেলে বাংলাকে এই রান তুলতে সাহায্য করেন। জবাবে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৬৩ রানের বেশি তুলতে পারেনি ত্রিপুরা। দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে দলে ফেরানো হলেও তিনি রান পাননি। ২০ রান করে রাণা দত্তর বলে ফিরে যেতে হয় ডান হাতি ওপেনারকে। বেশি রান পাননি শ্রীবৎস গোস্বামীও। তিনি আউট হন ২২ রানে। ৬২ রানে দুই উইকেট হারানোর পরে ইনিংসের হাল ধরে অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটি (৭৫)। ৬১ বলে ৪৪ রান করেন সুদীপ। মনোজ রান আউট হন ৬৭ রানে। শেষে অনুষ্টুপ মজুমদার (৪৮) ও প্রয়াস রায়বর্মণের প্রচেষ্টাই লড়াইয়ে রাখে বাংলাকে। ১৬ বলে ২৫ রানে অপরাজিত থেকে যান প্রয়াস। প্রথম ম্যাচের পরে এ দিনও ভাল বোলিং করেন প্রয়াস। নেন দু’টি উইকেট। বাকি দু’টি উইকেট পান অশোক ডিন্ডা।

Cricket Bengal Tripura Vijay Hazare Tournament Manoj Tiwari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy