Advertisement
০২ মে ২০২৪

সেই ইডেনেই ফিরছে বাংলার রঞ্জি-প্রস্তুতি

সল্টলেক থেকে ফের বাংলার রঞ্জি দলের প্র্যাকটিস সরিয়ে নিয়ে যাওয়া হল ইডেনে। রবিবার থেকে ফের ইডেনে বাংলার রঞ্জি-প্রস্তুতি। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই থাকবেন বলে জানালেন। শুক্রবার যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় শহরে না থাকায় এক সহ সচিব চিফ কিউরেটরের সঙ্গে পরামর্শ না করেই সল্টলেকের মাঠ দেখে সিদ্ধান্ত নেন, শনিবার থেকে প্র্যাকটিস হবে সল্টলেকে। সৌরভ শহরে ফিরে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়ে জানিয়ে দিলেন, ইডেনেই হবে বাংলার রঞ্জি-প্রস্তুতি।

বাংলার প্র্যাকটিসে লক্ষ্মী ও মনোজ। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছবি: শঙ্কর নাগ দাস

বাংলার প্র্যাকটিসে লক্ষ্মী ও মনোজ। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছবি: শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩০
Share: Save:

সল্টলেক থেকে ফের বাংলার রঞ্জি দলের প্র্যাকটিস সরিয়ে নিয়ে যাওয়া হল ইডেনে। রবিবার থেকে ফের ইডেনে বাংলার রঞ্জি-প্রস্তুতি। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই থাকবেন বলে জানালেন।
শুক্রবার যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় শহরে না থাকায় এক সহ সচিব চিফ কিউরেটরের সঙ্গে পরামর্শ না করেই সল্টলেকের মাঠ দেখে সিদ্ধান্ত নেন, শনিবার থেকে প্র্যাকটিস হবে সল্টলেকে। সৌরভ শহরে ফিরে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়ে জানিয়ে দিলেন, ইডেনেই হবে বাংলার রঞ্জি-প্রস্তুতি। মুখে কিছু না বললেও বারবার কিটস নিয়ে এ মাঠ-ও মাঠ করতে হওয়ায় কিছুটা হলেও বিব্রত কয়েকজন ক্রিকেটার।
আগের দিন বাংলা শিবির থেকেই সহ সচিবকে নাকি জানানো হয়েছিল বৃষ্টিতে ইডেনের মাঠ প্র্যাকটিসের পক্ষে তৈরি নয়। তাই তিনি সল্টলেকের মাঠ ঘুরে এসে জানিয়ে দিয়েছিলেন, ওখানেই অনুশীলন হবে। শনিবার সৌরভ সন্ধ্যায় জানিয়ে দিলেন, ‘‘ইডেনেই প্র্যাকটিস হবে। কাল সকালে আমিও থাকব প্র্যাকটিসে।’’ চিফ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় বললেন, ‘‘বৃষ্টি না হওয়ায় ইডেনের মাঠে শনিবারই প্র্যাকটিস করা যেত। কেন সল্টলেকে ওরা গিয়েছিল, আমার জানা নেই।’’
রঞ্জির প্রথম ম্যাচের জন্য চূড়ান্ত দল বাছা হবে ১ অক্টোবর, বৃহস্পতিবার। বাছবেন আগের নির্বাচক কমিটির সদস্যরা। দল বেঙ্গালুরু রওনা হওয়ার কথা ৫ অক্টোবর। অর্থাৎ রওনা হওয়ার আগে চূড়ান্ত দল একসঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পাবে মাত্র তিন দিন। কেন এত দেরিতে দল বাছাই? সিএবি-তে খোঁজ নিয়ে জানা গেল, সৌরভ নাকি কয়েক দিন প্র্যাকটিস দেখে তার পর দল বাছতে চান। দলের সঙ্গে প্রথম ম্যাচে বেঙ্গালুরু যাওয়ার যে পরিকল্পনা ছিল সৌরভের, জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর পরিবর্তিত পরিস্থিতিতে তাও সম্ভবত হচ্ছে না। ভারতীয় দলের শিবির থেকে চলে এলেও এ দিনও ঋদ্ধিমান সাহা ও প্রজ্ঞান ওঝা বাংলার শিবিরে যোগ দেননি। দু-এক দিনের মধ্যেই তাঁরা যোগ দেবেন বলে সিএবি সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal cricket team Ranji Eden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE