Advertisement
E-Paper

সৌরভের পরামর্শ নিয়ে যাচ্ছে বাংলা

শুধু হাজিরই নন, ঋত্বিক চট্টোপাধ্যায়, আমির গনি, প্রদীপ্ত প্রামাণিকদের কিছু পরামর্শও দিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০৩:১১
প্রশিক্ষণ: নিজেই ব্যাট করে দেখালেন সৌরভ। ছবি: সুদীপ্ত ভৌমিক।

প্রশিক্ষণ: নিজেই ব্যাট করে দেখালেন সৌরভ। ছবি: সুদীপ্ত ভৌমিক।

হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে মঙ্গলবারই উড়ে যাচ্ছে বাংলা। তার আগের দিন মনোজ তিওয়ারিদের অনুশীলনে হাজির সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু হাজিরই নন, ঋত্বিক চট্টোপাধ্যায়, আমির গনি, প্রদীপ্ত প্রামাণিকদের কিছু পরামর্শও দিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

প্রথমেই সৌরভ এগিয়ে গেলেন বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের দিকে। প্রদীপ্তকে বললেন, ‘‘বল করার সময় তোর ‘নন বোলিং আর্ম’ (ডান হাত) ব্যবহার কর। ডান হাতটা একটু তোল। চেষ্টা কর সাইড আর্ম অ্যাকশনে বল করার। পুরো অ্যাকশন সম্পূর্ণ কর। দেখবি তোর বল আগের থেকে বেশি ঘুরবে।’’ তার পরের বল থেকেই সৌরভের নির্দেশ অনুযায়ী অ্যাকশন বদলে বল করতে শুরু করেন প্রদীপ্ত। তার ফলও পান হাতেনাতে। এ বার হায়দরাবাদের বিরুদ্ধে সৌরভের নির্দেশ অনুযায়ী বল করে প্রদীপ্ত সফল হন কি না সেটাই দেখার।

বাংলার বাঁ হাতি স্পিনারকে বোঝানোর পরেই এগিয়ে গেলেন আমির গনির দিকে। তরুণ অফস্পিনারকে সৌরভের নির্দেশ, ‘‘তোকে আরও বেশি কব্জি ব্যবহার করতে হবে। আরও জোরে বল ঘোরানোর চেষ্টা কর। ‘ফ্লাইট’ (হাওয়ায় বল ভাসানো) দে। পিচে পড়ার পরে যাতে ব্যাটসম্যানের দিকে আছড়ে পরে তোর বল। তবেই তো ব্যাট ও প্যাডে লেগে ফরোয়ার্ড শর্ট লেগের হাতে ক্যাচ যাবে।’’

প্রদীপ্ত ও গনির ক্লাস নেওয়ার সময়েই নেটে ব্যাট করতে আসেন ঋত্বিক চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর হাবেভাবে আত্মবিশ্বাসের কোনও ছাপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঈশান পোড়েলের গতির বিরুদ্ধে একাধিক বার পরাস্ত হচ্ছিলেন তিনি। তার আরও একটি কারণ, গত দুই ম্যাচ ধরে একেবারেই রান পাচ্ছেন না ঋত্বিক। শেষ চার ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। বাংলার এই অলরাউন্ডারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য প্রায় এক ঘণ্টা অনুশীলন করালেন সৌরভ। প্রথমেই ঋত্বিককে বলে দিলেন, ‘‘পেসারকে সব সময়ে বলের উপরে গিয়ে খেলতে হবে। দূর থেকে খেললে আউট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। স্পিনারকে খেলার সময়েও যখন স্টেপ আউট করবি, তখন বলের উপরে আসবি। না হলেই নীচের হাত ব্যবহার করে বলকে সামলাতে হবে। যা করলে ক্যাচ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’’

কিন্তু এর পরেও সৌরভ লক্ষ্য করেন স্পিনারদের বল সামলে দিলেও পেসারদের বিরুদ্ধে ঋত্বিকের সমস্যা মিটছে না। তখনই বাংলার ব্যাটসম্যানকে পাশের নেটে নিয়ে গিয়ে নিজেই ব্যাট হাতে তুলে নিলেন সৌরভ। ব্যাট করে দেখিয়ে দিলেন পেসারকে কী ভাবে সামলাতে হয়। বললেন, ‘‘পেসারের ডেলিভারির আগেই হাল্কা উঠে দাঁড়াবি। ঠিক বল ছাড়ার আগে বাঁ পা বোলারের দিকে খুলবি। দেখবি শট নেওয়ার আগে অনেক বেশি সময় পাচ্ছিস।’’ যোগ করেন, ‘‘একটা বল বিট (পরাস্ত) হতেই পারে। ম্যাচে সেটার কথা আর ভাববি না। পরের বলে মনোনিবেশ করবি। ভয় পাবি না।’’ যাওয়ার আগে ঋত্বিককে আবার বলে গেলেন, ‘‘মনে রাখবি, সারা জীবন তোকে এগুলো করে যেতে হবে।’’

অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, ‘‘দাদির (সৌরভ) পরামর্শ মেনে চললে উপকৃতই হবে গোটা দল।’’ কিন্তু সোমবার অনুশীলনে এলেন না সুদীপ চট্টোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তাঁর পেটের সমস্যা রয়েছে। তাই আসতে পারেননি।

Cricket Bengal Sourav Ganguly Ranji Trophy Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy