জিতেও স্বস্তিতে নেই বাংলা কোচ অলোক মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্তোষ ট্রফিতে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে পঞ্জাবকে ১-০ হারিয়েছে বাংলা। কিন্তু নক আউট পর্বে যেতে হলে পরের ম্যাচে তামিলনাড়ুকে হারাতেই হবে বাংলার ছেলেদের। তামিলনাডু একটি ম্যাচে খেলে ইতিমধ্যেই তিন পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। গোয়া আবার দু’টি ম্যাচই জিতেছে। আসলে প্রথম ম্যাচে গোয়ার কাছে ১-৩ হারার ফলেই পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে বাংলার। এ দিন নরহরি শ্রেষ্ঠার অসাধারণ গোলে মান বাঁচে বাংলার।
নাগপুর থেকে অলোক বললেন, ‘‘অনেক গোলের সুযোগ এ দিন নষ্ট করেছে আমার ছেলেরা। তামিলনাডুর বিরুদ্ধে পরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জিততেই হবে। এই পরিস্থিতিতে গোল মিস করলে তো সমস্যায় পড়তে হবে।’’