Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কবাডি ফাইনাল অধরা বাংলার

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত ফরচুন জায়ান্টস-এর বিরুদ্ধে হারের পর বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও হেরে গেলেন বঙ্গযোদ্ধারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০৩:৪২
Share: Save:

প্রো-কবাডি লিগের পঞ্চম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়াই ছিল একমাত্র লক্ষ্য। তার জন্যই এ বার বিশেষ প্রস্তুতি নিয়েছিল টুর্নামেন্টে বাংলার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’। কিন্তু শেষ পর্যন্ত এ বারও তীরে এসে তরি ডুবল বঙ্গযোদ্ধাদের।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত ফরচুন জায়ান্টস-এর বিরুদ্ধে হারের পর বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও হেরে গেলেন বঙ্গযোদ্ধারা। যে টিমের অন্যতম মালিক ছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয়কুমার। সুরজিৎ সিংহের দল এ দিন হারল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পটনা পাইরেটস-এর কাছে। ম্যাচের ফল পটনার দলটির পক্ষে ৪৭-৪৪। মাত্র তিন পয়েন্টের জন্য ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হল বঙ্গযোদ্ধাদের।চলতি মরসুমে যে সমস্যা বার বার বেঙ্গল ওয়ারিয়র্স-কে ভুগিয়েছে, প্রথমার্ধে সেই পিছিয়ে থাকার সমস্যাই পটনা পাইরেটস-এর বিরুদ্ধে ডুবিয়ে দিয়ে গেল বেঙ্গল ওয়ারিয়র্স-কে। চলতি মরসুমে প্রায় সব ম্যাচেই প্রথমার্দে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তুলে জয় ছিনিয়ে এনেছিলেন বঙ্গযোদ্ধারা। যার সুবাদে ‘জোন বি’-র লিগ টেবিলে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে মনিন্দর সিংহ, জ্যান কুন লি-দের বেঙ্গল ওয়ারিয়র্স।

এ দিন মুম্বইয়ে ঠিক তাই হয়েছে। প্রথমার্ধে পটনা পাইরেটসের কাছে ১২-২১ পিছিয়ে ছিলেন সুরজিতরা। দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে আক্রমণে গিয়ে বঙ্গযোদ্ধারা শেষ করে ৩২-২৬। কিন্তু দুই অর্ধ মিলিয়ে তিন পয়েন্টের ব্যবধান থেকেই যায়। দ্বিতীয়ার্ধে বঙ্গযোদ্ধাদের অন্যতম সেরা ‘রেইডার’ মনিন্দর সিংহ ১৭ পয়েন্ট তুলে আনলেও রক্ষণের দুর্বলতায় জয় আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Warriors PKL Pro Kabaddi league 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE