Advertisement
E-Paper

অক্ষয়ের ভোকাল টনিক, দুরন্ত জয় বঙ্গযোদ্ধাদের

মায়া নগরী মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগা থেকে ওরলি ‘নাকা’-র দিকে হেঁটে গেলেই রাস্তার ডানদিকে পড়বে সর্দার বল্লভ ভাই পটেল স্টেডিয়াম। শুক্রবার সেখানেই শুরু হল ষষ্ঠ প্রো-কবাডি লিগের মুম্বই পর্ব।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ০৪:৫৪
চক্রব্যূহ: বেঙ্গল ওয়ারিয়র্সের রক্ষণে বন্দি টাইটান্স খেলোয়াড়। পিকেএল

চক্রব্যূহ: বেঙ্গল ওয়ারিয়র্সের রক্ষণে বন্দি টাইটান্স খেলোয়াড়। পিকেএল

ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি ভোকাল টনিক দিচ্ছেন প্রো-কবাডি লিগে?

মায়া নগরী মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগা থেকে ওরলি ‘নাকা’-র দিকে হেঁটে গেলেই রাস্তার ডানদিকে পড়বে সর্দার বল্লভ ভাই পটেল স্টেডিয়াম। শুক্রবার সেখানেই শুরু হল ষষ্ঠ প্রো-কবাডি লিগের মুম্বই পর্ব। খেলা শুরুর আগে সেই স্টেডিয়ামে দাঁড়িয়েই বাংলার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’-এর সিইও সন্দীপ তরকাশ বলছিলেন তাঁর দলের অন্যতম মালিক বলিউড তারকা অক্ষয়কুমারের দলকে উজ্জীবিত করার কাহিনি। তিনি বলছিলেন, বলিউড তারকা শুক্রবার সকালেই দলকে এক প্রস্ত ভোকাল টনিক দিয়েছেন খেলোয়াড়দের। কী সেই ভোকাল টনিক? জানতে চাইলে সন্দীপ বলেন, ‘‘অক্ষয় আজ সকালে ‘ভিডিয়ো কল’ করে ছেলেদের কাছে জানতে চাইছিলেন, ইন্ডিয়ান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি তো আছে কলকাতার নামের পাশে। কিন্তু প্রো-কবাডি লিগের ট্রফি খেলার শহর কলকাতায় যাবে না কেন? শনিবার চেষ্টা করছি তোমাদের খেলা দেখতে যাওয়ার। আমার শহরে তোমাদের সব ম্যাচ জিততেই হবে। তার পরে তো কলকাতায় ডিসেম্বর মাসে কলকাতায় স্থানীয় দর্শকদের সমর্থন পাবেই।’’

অক্ষয়কুমারের ভোকাল টনিকে কি না জানা নেই। মুম্বই পর্বের প্রথম দিনেই তেলুগু টাইটান্সকে ৩০-২৫ ফলে হারিয়ে ‘বেঙ্গল ওয়ারিয়র্স’ উঠে এল ‘বি’ গ্রুপের লিগ তালিকায়। ‘বি’ গ্রুপে রয়েছেন বঙ্গযোদ্ধারা। এই মুহূর্তে ছয় দলের মধ্যে পঞ্চম। সাত ম্যাচে তিনটে জয়-সহ পয়েন্ট ২২। এই জায়গা থেকে কেবল অক্ষয়ের ভোকাল টনিকেই কি বদলে গেল দলটা। খেলা শেষে চোয়াল শক্ত করে ‘বেঙ্গল ওয়ারিয়র্স’ অধিনায়ক সুরজিৎ সিংহ বলে দেন, ‘‘এখনও অনেক পর্ব ও খেলা রয়েছে। অক্ষয় ভাইয়ের কথা দলটাকে কিন্তু তাতিয়ে দিয়েছে আজ। আমাদের রক্ষণ এতদিন ঠিকমতো খেলতে পারছিল না। আজ নতুন ছেলেদের সুযোগ দিতে ওরা ঘুরে দাঁড়াল। শনিবার অক্ষয় এলে ওঁর সামনে আরও ভাল খেলার প্রেরণা পাব আমরা। আমরা আশাবাদী মুম্বই থেকেই বেশি ম্যাচ জিতে এই পর্ব শেষ করার ব্যাপারে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘টাইটান্সের তিন জন ইরানের খেলোয়াড় ছিল। আমরা নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছি।’’

শনিবার বঙ্গযোদ্ধাদের পরবর্তী প্রতিপক্ষ প্রতিযোগিতার অন্যতম সেরা দল ‘পটনা পাইরেটস’।

ফিল্মি নগরীতে যে কলকাতার দল এ দিন সমর্থনও ভাল পেয়েছিল। খেলা শুরু হওয়ার আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে স্থানীয় দল ইউ মুম্বা-র পরেই আট হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামের গ্যালারি সবচেয়ে বেশি সমর্থন করল বেঙ্গল ওয়ারিয়র্সকেই। দিনের প্রথম ম্যাচে ইউ মুম্বা হারায় বলিউড তারকা অভিষেক বচ্চনের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ম্যাচের ফল ৪৮-২৪।

এ দিন অনুষ্ঠানের শুরুতে ছিল জাতীয় সঙ্গীত। যা গাইলেন বলিউডের আর এক অভিনেতা ভিকি কৌশল। তিনি বললেন, ‘‘এটা তো ভারতের খেলা। ছোটবেলায় স্কুলে কবাডি খেলতাম। তাই নিজের শহরে প্রো-কবাডি আয়োজকদের আমন্ত্রণ পেয়ে ভাল লাগছে।’’

Kabaddi Pro Kabaddi LEague Bengal Warriors Akhsay Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy