Advertisement
E-Paper

তিন নম্বরে ওয়ারিয়র্স

হায়দরাবাদে প্রথম ম্যাচের মতো এ দিনও নাগপুরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন বেঙ্গল ওয়ারিয়র্স কোচের লুকোনো তাস মনিন্দর সিংহ। চাপের মুখে তিনি তুলে আনলেন গুরুত্বপূর্ণ ছ’টি পয়েন্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৩:২২

পঞ্চম সংস্করণে লক্ষ্য প্রো-কবাডি লিগের ট্রফিটা। আর সেই লক্ষ্যেই ক্রমশ এগোচ্ছে লিগে বাংলার টিম বেঙ্গল ওয়ারিয়র্স।

রবিবার দ্বিতীয় ম্যাচে বঙ্গযোদ্ধারা হারাল টুর্নামেন্টের নবাগত দল ইউপি যোদ্ধা-দের। ম্যাচের ফল ৪০-২০। অলরাউন্ডারদের দাপটে এ দিন শুরু থেকে রাজেশ নরওয়াল, নীতিন তোমারদের এমন ভাবে চেপে ধরেছিল বেঙ্গল ওয়ারিয়র্স যে প্রথমার্ধেই ২২-৮ হয়ে গিয়ে জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল কেকে জগদীশের দলের।

আরও পড়ুন: বিশ্ব মিটে ভাল ফল ভারতের নির্মলার

হায়দরাবাদে প্রথম ম্যাচের মতো এ দিনও নাগপুরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন বেঙ্গল ওয়ারিয়র্স কোচের লুকোনো তাস মনিন্দর সিংহ। চাপের মুখে তিনি তুলে আনলেন গুরুত্বপূর্ণ ছ’টি পয়েন্ট। এ ছাড়াও পয়েন্ট তুললেন অন্য দুই ‘রেইডার’ কোরিয়ান জ্যান কুন লি ও বিনোদ কুমার। এ দিনের জয়ের ফলে দুই ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল দশ। বাংলার চেয়ে এক ম্যাচ বেশি খেলায় ইউপি যোদ্ধার পয়েন্টও একই। ম্যাচ কম খেলার কারণেই উত্তর প্রদেশের দলটিকে পিছনে ফেলে ‘জোন বি’-তে তৃতীয় স্থানে উঠে এলেন বঙ্গযোদ্ধারা।

বেঙ্গল ওয়ারিয়র্সের পরবর্তী ম্যাচ বুধবার। প্রতিপক্ষ বেঙ্গালুরু বুলস।

Bengal Warriors Pro Kabaddi বেঙ্গল ওয়ারিয়র্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy