বছরের শুরুতেই প্রো-কবাডির তৃতীয় সংস্করণে শেষ চারে গিয়ে আলোড়ন ফেলে দিয়েছিল কলকাতার চ্যালেঞ্জার বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু বছরের দ্বিতীয় পর্বের লিগ শুরু হতেই মুখ থুবড়ে পড়েছে নীলেশ শিন্দের কলকাতা টিম। আট দলের লিগে এই মুহূর্তে আট ম্যাচের পর কলকাতার স্থান অষ্টম। পয়েন্টও আট।
শনিবার থেকে শুরু হচ্ছে প্রো-কবাডি চতুর্থ সংস্করণের কলকাতা পর্ব। যেখানে প্রথম ম্যাচেই বেঙ্গল ওয়ারিয়র্সের সামনে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ৩১ পয়েন্ট নিয়ে অভিষেক বচ্চনের টিম এই মুহূর্তে এক নম্বরে। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষ দিন হায়দরাবাদের ফাইনালে কি দেখা যেতে পারে কলকাতার টিমকে? বেঙ্গল ওয়ারিয়র্স কোচ প্রতাপ শেঠি আশাবাদী।
এ দিন সকালে অনুশীলনের পর টিমের কোরিয়ান তারকা জ্যান কুন লি-সহ বাকি টিমকে নিয়ে কোচ গিয়েছিলেন কালীঘাটে পুজো দিতে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিম সিইও সন্দীপ তারকাশের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেঙ্গল ওয়ারিয়র্স কোচ বলে গেলেন, ‘‘আস্থা হারাবেন না। আরও ছ’টা ম্যাচ বাকি আছে। যার চারটেই আমাদের হোম গ্রাউন্ডে। বড় কোনও চোট-আঘাত আপাতত নেই টিমে। টানা ছ’ম্যাচ জিতলে আমরা ফাইনাল যেতেই পারি। আশা ছাড়ছি না।’’