ফিডে দাবা বিশ্বকাপে দুরন্ত ছন্দে বাংলার দীপ্তায়ন ঘোষ। দু’বারের ক্যান্ডিডেটস জয়ী ইয়ান নেপোমনিয়াচিকে কালো ঘুঁটি দিয়ে হারালেন তিনি। দীপ্তায়ন উঠলেন তৃতীয় রাউন্ডে।
এ দিকে গ্র্যান্ডমাস্টার পি. হরিকৃষ্ণ দুরন্ত ছন্দে ছিলেন দ্বিতীয় রাউন্ডে। আর্সেনি নেস্তেরভকে হারালেন তিনি। বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠলেন তিনিও।
একই দিনে ভারতের ডি. গুকেশ ও অর্জুন এরিগাইসিও তৃতীয় রাউন্ডে উঠলেন। দুরন্ত ছন্দে রয়েছেন গুকেশ। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ভারতীয় দাবাপ্রেমীদের। গুকেশ কি এ বার বিশ্বকাপ জিততে পারবেন?
বুধবার তিনি হারিয়েছেন কাজ়িবেক নগেরবেককে। কাজ়াখস্তানের দাবাড়ু গত বছর জুনিয়র দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন।
অন্য দিকে অর্জুন শেষ দু’টি ম্যাচেই সম্পূর্ণ পয়েন্ট পেয়েছেন। বুলগেরিয়ার গ্র্যান্ডমাস্টার মার্তিন পেত্রভকে ৪৮ চালের মাথায় হারিয়ে দেন তিনি। অর্জুন এই খেতাব জেতার অন্যতম দাবিদার। তিনি জিততে পারেন কি না দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)