Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হার বেঙ্গল ওয়ারিয়র্সের

প্রো-কবাডিতে রবিবার বেঙ্গল ওয়ারিয়র্স এগিয়ে গিয়েও জিততে পারল না। মাত্র এক পয়েন্টে তারা হারল বেঙ্গালুরু বুলসের কাছে। ২৩-২৪ পয়েন্টে। চতুর্থ মরসুমের প্রো-কবাডিতে এ দিনের লড়াইয়ে হাফটাইমে এগিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স ১১-১০। ম্যাচের আসল লড়াই ছিল দু’দলের ডিফেন্সের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৯:০৩
Share: Save:

প্রো-কবাডিতে রবিবার বেঙ্গল ওয়ারিয়র্স এগিয়ে গিয়েও জিততে পারল না। মাত্র এক পয়েন্টে তারা হারল বেঙ্গালুরু বুলসের কাছে। ২৩-২৪ পয়েন্টে। চতুর্থ মরসুমের প্রো-কবাডিতে এ দিনের লড়াইয়ে হাফটাইমে এগিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স ১১-১০। ম্যাচের আসল লড়াই ছিল দু’দলের ডিফেন্সের। এক সময় বেঙ্গল ওয়ারিয়র্সের অল আউট আক্রমণের পর পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২১-১৫। কিন্তু এই সময় ম্যাচে দুরন্ত ভাবে ফিরে আসে বেঙ্গালুরু বুলস। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে তারা পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলে ১৯-২২। শেষ মুহূর্তে তাদের আরও পাঁচ পয়েন্ট ছিনিয়ে নেওয়া আটকাতে না পেরে হার মানে বেঙ্গল ওয়ারিয়র্স।

বেঙ্গালুরুর রোহিত কুমার এ দিনের ম্যাচের অন্যতম নায়ক। প্রথমার্ধে রোহিত খুব একটা কার্যকরী হতে পারেননি। প্রথম ১০ মিনিটে কোনও পয়েন্টও দলের জন্য আনতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ষষ্ঠ রেইডে পয়েন্ট পান রোহিত। এর পর ১৭ মিনিটে জাং কুন লি বেঙ্গালুরুকে আরও এগিয়ে দেন এক পয়েন্টে। শেষ পাঁচ মিনিটে বেঙ্গল ওয়ারিয়র্সের ট্যাকটিকাল ভুলভ্রান্তিই ডোবায় তাদের। রোহিতরা যার ফায়দা তুলে নেন। স্কোর যখন বেঙ্গল ওয়ারিয়র্সের দিকে ২৩-২১ তখনই মোক্ষম চালটা দেয় বেঙ্গালুরু। অল আউট আক্রমণে এক পয়েন্টে এগিয়ে গিয়ে ম্যাচের দখল নিয়ে নেয় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pro Kabaddi League Bengal Warriors Bengaluru Bulls
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE