বিদ্যুতের মতো কিদম্বি শ্রীকান্তের জাম্প স্ম্যাশটা কোর্টে আছড়ে পড়তেই দর্শকরা তো বটেই, পুল্লেলা গোপীচন্দ এবং প্রকাশ পাড়ুকোনও হাততালি দিয়ে উঠলেন।
ছাত্রের প্রশংসায় যেমন উজ্জ্বল হয়ে উঠল জাতীয় ব্যাডমিন্টন কোচের মুখ। তাঁর পাশে বসে থাকা আর এক ব্যাডমিন্টন কিংবদন্তিও উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। স্টেডিয়ামে উপস্থিত দেশের সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাডমিন্টন তারকার সামনে টানা আট নম্বর ম্যাচ জিতে অধিনায়ক শ্রীকান্ত প্রথম বার প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন করলেন দলকে। রবিবার তাঁর দুরন্ত ছন্দে বেঙ্গালুরু র্যাপ্টর্স ফাইনালে ৪-৩ জিতল মুম্বই রকেটসের বিরুদ্ধে।
অথচ মুম্বই কিন্তু বেশ কয়েক বার জেতার মতো জায়গায় চলে গিয়েছিল। তা ছাড়া শনিবার দ্বিতীয় সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন পি ভি সিন্ধুর হায়দরাবাদ হান্টার্সকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। তাই সবাই ধরে নিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে এ দিন। দুরন্ত দ্বৈরথের আবহও তৈরি ছিল। একে রবিবার, ছুটির দিন, তার উপরে চূড়ান্ত পর্বে শহরের স্থানীয় দল। খেতাবি যুদ্ধে বেঙ্গালুরুর দর্শকদের উন্মাদনার পারদ কতটা চড়তে পারে সেটা আগেই আন্দাজ করা যাচ্ছিল। দেখা গেল, সন্ধ্যা থেকেই কান্তিরাভা স্টেডিয়াম উত্তেজনায় ফুটছে। প্রায় ৩৭০০ দর্শকাসনের ইন্ডোর গ্যালারি কানায় কানায় ভর্তি।