Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এ বারের সেরা ম্যাচটা খেললাম বললেন হিউম

হোম ম্যাচে এক গোলে এগিয়ে। তার উপর বিপক্ষের মার্কি ফুটবলার দিয়েগো ফোরলান নেই অ্যাওয়ে সেমিফাইনালে। ফাইনালের টিকিট কি অর্ধেক কনফার্মড কলকাতার?

পেনাল্টি থেকে হিউমের জয়সূচক গোল। ছবি:  উৎপল সরকার।

পেনাল্টি থেকে হিউমের জয়সূচক গোল। ছবি: উৎপল সরকার।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:৩২
Share: Save:

হোম ম্যাচে এক গোলে এগিয়ে। তার উপর বিপক্ষের মার্কি ফুটবলার দিয়েগো ফোরলান নেই অ্যাওয়ে সেমিফাইনালে। ফাইনালের টিকিট কি অর্ধেক কনফার্মড কলকাতার?

আটলেটিকো শিবির মানতে নারাজ।

ম্যাচ শেষে প্রশ্নটা শুনে শনিবারের নায়ক ইয়ান হিউম-ই বিস্ফারিত চোখে বললেন, ‘‘কে বলে আমরা ফাইনালে চলে গিয়েছি?’’ আর কলকাতার মার্কি পস্টিগার সাফ কথা, ‘‘ধরে নিন, একটা একশো আশি মিনিট ম্যাচের বিরতি পর্যন্ত আমরা এগিয়ে আছি। আরও নব্বই মিনিট খেলতে হবে। কাজেই ফাইনালে চলে গিয়েছি এ কথা বলার সময় এখনও আসেনি।’’ একটু আগেই মিক্সড জোনে এসে এটিকে-র কর্ণধার সঞ্জীব গোয়েন্কা বলে গিয়েছেন, ‘‘হিউম-পস্টিগাদের পারফরম্যান্স দেখে আজ ওদের দশে দশ দিচ্ছি।’’

সেমিফাইনালে কি তাহলে ফোরলানহীন মুম্বইকে ঘরের মাঠে আক্রমণের তাওয়াতে উল্টেপাল্টে ভাজা হবে? এ বারও বাড়তি প্রতিক্রিয়া দিতে নারাজ এটিকের কানাডিয়ান গোলমেশিন হিউম। কপালের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বলে দিলেন, ‘‘উত্তেজনা কীসের! আজ যে রকম খেললাম ঠিক সে রকমই খেলব মুম্বইতে গিয়ে। বাড়তি অ্যাটাকিংও নয়। আবার অতিরিক্ত ডিফেন্সিভও নয়। তা না হলেই কিন্তু ওরা আমাদের ঘাড়ে চেপে বসবে।’’

আর ফোরলানের না থাকাটা?

এ বার পস্টিগার চটজলদি উত্তর, ‘‘ফোরলান-ই কি মুম্বই সিটি নাকি? সনি নর্ডি আছে তো। এটা ভুলে গেলেন?’’ পাশ থেকে হিউমের সংযোজন, ‘‘আর্জেন্তাইন দেফেদেরিকোও ভয়ঙ্কর। কাজেই মুম্বইতে ম্যাচটা আমাদের কাছে সমান টাফ। নতুন অঙ্ক কষতে হবে। যাতে মুম্বই দাঁত ফোটাতে না পারে।’’

রবীন্দ্র সরোবরের সেমিফাইনালের আগে মুম্বইকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। সে কথা নিশ্চয়ই হিউমদের কানেও গিয়েছিল। তাই হোটেলে ফেরার আগে হিউমের অভিমান মেশানো প্রতিক্রিয়া, ‘‘ওরা কিন্তু ফেভারিট ছিল সেমিফাইনালে। আর টুর্নামেন্টের অন্যতম সেরা অ্যাটাকিং সাইডও ওদের। ডিফেন্সও বেশ পোক্ত। তা সত্ত্বেও আমরাই কিন্তু তিন গোল দিলাম। আরও দু’গোল দিতে পারতাম। কাজেই আজকের স্ট্র্যাটেজিই ওদের জন্য যথেষ্ট। তার জন্য যা অদলবদল সেটা কোচ করবেন।’’ হিউম যখন এ কথা বলছেন তখন বাইরে টিম বাস ঘিরে তাঁর নামে স্লোগান উঠছে। বিদেশি বান্ধবীকে নিয়ে খেলা দেখতে আসা পরমব্রত চট্টোপাধ্যায় উচ্ছ্বসিত হিউম নিয়ে। তিনি অবশ্য হিউমদের মতো উচ্ছ্বাস চেপে রাখছেন না। স্টেডিয়াম ছাড়ার আগে টলিউড তারকা বলে গেলেন, ‘‘ছেলেটা বক্সের মধ্যে অলআউট যায়। গোলের গন্ধ পায়। ওর জন্যই আজ আর কলকাতা আটলেটিকো ‘ড্র’ কলকাতা নয়। একদম ঝলমলে কলকাতা। ফাইনাল মনে হয় দেখা যাচ্ছে হিউমদের জন্য।’’

পরমব্রতর প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে শুনে পস্টিগার চোখ টিপে রসিকতার মেজাজে উত্তর, ‘‘আরে ওরা লিগের সেরা দল। নাম্বার ওয়ান। ওদের বিরুদ্ধে ডিফেন্সিভ হওয়া যাবে না কোনও মতেই।’’ এ বারের আইএসএলে শুরুতে গোল পাচ্ছিলেন না হিউম। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে তত গোলের সংখ্যা বাড়ছে তাঁর। গত বছর কলকাতার জার্সি গায়ে করেছিলেন ১১ গোল। এ বার কিন্তু তাঁকে নিয়ে হাজারো সমালোচনার মধ্যেও নামের পাশে সাত গোল। যাঁর কথায়, ‘‘এই ম্যাচটাই এ বারের আইএসএলে আমার সেরা ম্যাচ। জিতবই বলে আজ মাঠে নেমেছিলাম আমরা।’’ প্রথম বার শেষ মুহূর্তে রফিকের গোলে ফাইনালে আটলেটিকোর কাছে হেরে ট্রফিটা ধরা হয়নি হিউমের। গত বছর কলকাতায় এসে বলেছিলেন, ‘‘কলকাতার হয়ে আইএসএল ট্রফিটা স্পর্শ করতে চাই।’’ সেটাও হয়নি। এ বার কি তা হলে সেই পরম মুহূর্ত আসতে চলেছে তাঁর?

হিউম বলছেন, ‘‘ট্রফিটা ছোঁয়ার প্রতিজ্ঞা নিয়ে মুম্বইতে নামবে কলকাতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hume ATK ISL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE