Advertisement
E-Paper

আমার উন্নতির পিছনে ভরত অরুণের অবদান রয়েছে: উমেশ

ভারতীয় দলের ফলই বলে দিচ্ছে গত কয়েক বছর দারুণ সাফল্যের সঙ্গে কেটেছে। সে রবি শাস্ত্রীর সময়ই হোক বা অনিল কুম্বলের। কিন্তু উমেশ যাদব তাঁর সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন দলের নতুন বোলিং কোচ ভরত অরুণকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৮:৫৬

সামনেই শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ভারতীয় দলের কোচ নিয়ে হয়ে গিয়েছে এক প্রস্থ নাটক। শেষ পর্যন্ত মঙ্গলবার বোলিং কোচ হিসেবে ভরত অরুণের নামও ঘোষণা হয়ে গিয়েছে। আর তার পরই নিজের সাফল্যের পিছনে সেই বোলিং কোচেরই ভূমিকার কথা বলে গেলেন উমেশ যাদব। উমেশ বলেন, ‘‘টেস্ট ক্রিকেটে গত মরসুমটা আমার দারুণ কেটেছে। খুব ধারাবাহিকও ছিলাম। সাফল্য থাকলেও বেশ কিছু ভুল ভ্রান্তিও কাটিয়ে উঠতে হবে।’’

আরও খবর: কনস্টেবল থেকে ব্যাঙ্ক ম্যানেজার, মাঝের সময়টা রূপকথা

ভারতীয় দলের ফলই বলে দিচ্ছে গত কয়েক বছর দারুণ সাফল্যের সঙ্গে কেটেছে। সে রবি শাস্ত্রীর সময়ই হোক বা অনিল কুম্বলের। কিন্তু উমেশ যাদব তাঁর সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন দলের নতুন বোলিং কোচ ভরত অরুণকেই। উমেশ বলেন, ‘‘ফল পেয়েছি কারণ আমি আমার বোলিং অ্যাকশনের উপর কাজ করেছি। সে আমি দলে থেকেছি বা দলের বাইরে। ভরত অরুণ স্যার আমার পিছনে অনেক সময় দিয়েছে। যখন আমি প্রথম একাদশে জায়গা পাইনি তখনও সময় দিয়েছেন। আমি যখন নাগপুরে ছিলাম তখন সুব্রত বন্দ্যোপাধ্যায় স্যার আমার টেকনিকের উপর অনেক কাজ করেছে। দু’জনের কাছেই আমি কৃতজ্ঞ।’’

ঘরের মাঠে ১৩টি টেস্টের মধ্যে ১২টিতেই খেলেছেন উমেশ। শেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭টি উইকেটও নিয়েছিলেন। উমেশ পরিচিত তাঁর আউট সুইংয়ের জন্য। এই মুহূর্তে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে মেতে রয়েছেন উমেশ। সেই সিরিজ থেকেই তিনি পেয়ে যাচ্ছেন তাঁর পছন্দের বোলিং কোচকেও।

Umesh Yadav Bharat Arun Subroto Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy