Advertisement
E-Paper

বোর্ডকে জোড়া বাউন্সার বিহার, রাজস্থানের

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এ বার জনস্বার্থ মামলা করল বিহার ক্রিকেট সংস্থা। বোর্ডের গঠনতন্ত্র খতিয়ে দেখার জন্য আদালতের কাছে রিভিউ কমিটি গড়ার আবেদন করেছে তারা। বম্বে হাইকোর্টে অভিযোগ করা হয়েছে, বোর্ডকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাচ্ছেন এন শ্রীনিবাসন-সহ কয়েকজন কর্তা। স্পট ফিক্সিং মামলার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট মুদগল কমিটি নিয়োগ করেছে। এ বার বিহারের এই আবেদনে সাড়া দিয়ে যদি বম্বে হাইকোর্টও বিশেষ রিভিউ কমিটি গঠন করে, তা হলে শ্রীনিবাসন সমস্যায় পড়তে পারেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৬

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এ বার জনস্বার্থ মামলা করল বিহার ক্রিকেট সংস্থা। বোর্ডের গঠনতন্ত্র খতিয়ে দেখার জন্য আদালতের কাছে রিভিউ কমিটি গড়ার আবেদন করেছে তারা। বম্বে হাইকোর্টে অভিযোগ করা হয়েছে, বোর্ডকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাচ্ছেন এন শ্রীনিবাসন-সহ কয়েকজন কর্তা।

স্পট ফিক্সিং মামলার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট মুদগল কমিটি নিয়োগ করেছে। এ বার বিহারের এই আবেদনে সাড়া দিয়ে যদি বম্বে হাইকোর্টও বিশেষ রিভিউ কমিটি গঠন করে, তা হলে শ্রীনিবাসন সমস্যায় পড়তে পারেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা। কারণ, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করার নিয়ম থাকলেও এখন পর্যন্ত সে ব্যাপারে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। এই সময়ের মধ্যে সভা ডাকা এখন সম্ভবও নয় বলে মনে করছেন অনেক বোর্ড কর্তা।

এ দিকে রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ) অভিযোগ করেছে, গত বছরের বার্ষিক সভার বিবরণ এখন পর্যন্ত কোনও রাজ্য সংস্থার কাছে পাঠায়নি বোর্ড। শনিবার বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে আরসিএ কর্তাদের তলব করা হয়েছিল। কিন্তু বোর্ডের এই কমিটি গঠন নিয়েই প্রশ্ন তুলেছেন নির্বাসিত আরসিএ কর্তারা। তাঁদের দাবি, এই কমিটিতে রাজীব শুক্ল ও শিবলাল যাদব থাকলেও নিয়ম মেনে গত বার্ষিক সভায় তাঁদের এই কমিটিতে নিয়োগ করা হয়নি। সংস্থার ডেপুটি প্রেসিডেন্ট মেহমুদ আবদি বলেন, “বোর্ডের নিয়ম অনুযায়ী, এই কমিটিতে তিন সদস্য থাকার কথা। কিন্তু এখন রয়েছেন মাত্র দু’জন। গত বার্ষিক সভার বিবরণও কোনও রাজ্য সংস্থার কাছে পাঠানো হয়নি। অথচ দু’মাসের মধ্যে পাঠানোর কথা।” প্রসঙ্গত, এই কমিটির তৃতীয় সদস্য শ্রীনিবাসন। যিনি আপাতত কর্মহীন।

এই সব প্রশ্ন তুলেই এ দিন শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হতে অস্বীকার করেন আরসিএ কর্তারা। বোর্ড সচিব সঞ্জয় পটেল অবশ্য এই অভিযোগ মানতে রাজি নন। তিনি বলেন, “সব কিছুই নিয়ম মেনে করা হয়েছে। গত বছর বার্ষিক সভায় আমিও ছিলাম। ওঁরা যা বলছেন, তা ঠিক নয়।”

double bouncer bihar rajasthan cricket sports news online news latest new
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy