Advertisement
১৮ মে ২০২৪
Blaise Matuidi

করোনায় আক্রান্ত মাতুইদি, সংশয়ে ক্লাব বিশ্বকাপও

মাতুইদি ইনস্টাগ্রামে ভক্তদের সাবধানে থাকার অনুরোধ করেছেন।

আশ্বাস: ভক্তদের মাতুইদির বার্তা, সুস্থই আছি। ইনস্টাগ্রাম

আশ্বাস: ভক্তদের মাতুইদির বার্তা, সুস্থই আছি। ইনস্টাগ্রাম

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৬:৩১
Share: Save:

করোনা আতঙ্কে জেরবার জুভেন্টাস। একেই সে ক্লাবের তারকা ব্লেজ় মাতুইদি ও দানিয়েল রুগানির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সঙ্গে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ম্যানেজার মাউরিসিয়ো সাররিকে।

তাঁর শরীরে যদিও সংক্রমণ পাওয়া যায়নি। কিন্তু তাঁর বয়স ষাট বছরের উপরে। প্রচণ্ড ধূমপান করেন। সম্প্রতি নিউমোনিয়ায়ও আক্রান্ত হন সাররি। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাও রয়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ হলে বিপদ এড়ানো কঠিন। তাই বুধবার থেকে নিজেকে স্বেচ্ছাবন্দি করেছেন জুভেন্টাস ম্যানেজার। ক্লাবের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১২১ জনও চলতি সপ্তাহে নিজেদের স্বেচ্ছাবন্দি করেছেন।

২০১৯-২০ মরসুমের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরে সাররির শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রচুর ধূমপান করায় সুস্থ হতেও সময় নেন। অগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের প্রশিক্ষণও দিতে পারেননি। করোনা-আতঙ্কে নিজেকে স্বেচ্ছাবন্দি করার পর থেকে কী ভাবে সময় কাটাচ্ছেন জুভেন্টাস ম্যানেজার? বন্ধু অরেলিয়ো ভির্জিলের সঙ্গে কথা হয়েছে সাররির। অরেলিয়ো বলছিলেন, ‘‘প্রশিক্ষণ দিতে না পেরে ও বিমর্ষ। দ্রুত মাঠে নামতে চায়।’’

করোনা-আতঙ্কে পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপ ও কোপা আমেরিকা। বুধবার ফিফা ক্লাব বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, ‘‘২৪ দলের ক্লাব বিশ্বকাপ ২০২১, ’২২ অথবা ২০২৩-এও আয়োজন করা যেতে পারে।’’

অতিমারি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সাঞ্জ-ও। তাঁর বয়স ৭৬ বছর। সংক্রমণে অবস্থা এতটাই খারাপ যে, হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখতে হয়েছে তাঁকে। ১৯৯৮ থেকে ২০০০— এই দু’বছর তিনি রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন। এ দিকে, বিশ্বকাপজয়ী ফ্রান্সের মাতুইদির মতোই করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভেরোনার মাত্তিয়া জ়াকাগনি।

সেরি আ চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে মাতুইদির সংক্রমিত হওয়ার খবর সরকারি ভাবে জানানো হয়। ফরাসি ফুটবলারের বয়স ৩২ বছর। তাঁকে নিজের বাড়িতে স্বেচ্ছাবন্দি থাকতে বলা হয়েছে। নামী ফুটবলারদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের মিডফিল্ডার রুগানি। তাই ইটালির ক্লাবের সবাইকেই স্বেচ্ছাবন্দি রাখা হয়েছে। সেরি আ-র মোট ১৩ জন ফুটবলার আক্রান্ত। যাঁদের মধ্যে সাম্পদোরিয়ার সাত জন ও ফিয়োরেন্টিনার তিন।

জ়াকাগানি অবশ্য ভাল আছেন বলে জানিয়েছে তাঁর ক্লাব ভেরোনা। ভাল থাকলেও তাঁর এখনও মাঝে মধ্যে জ্বর আসছে। আর মাতুইদি ইনস্টাগ্রামে ভক্তদের সাবধানে থাকার অনুরোধ করেছেন। লিখেছেন, ‘‘আমার পরিবারের সদস্যদের মতোই আমি ইতিবাচক। আপনাদের সমর্থন ও ভালবাসা পেয়ে আমার বিশ্বাস, দ্রুত এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠব।’’ যোগ করেন, ‘‘প্রত্যেককে অনুরোধ। আপনারাও নিজেদের পরীক্ষা করে নিন। নিজেকে আরও ভাল করে চিনতে শিখুন। শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হতে পারলে সব সমস্যাই মিটিয়ে ওঠা সম্ভব।’’

শুধু ফুটবলাররা নন, বুধবারই জানা গেল আমেরিকার বাস্কেটবল তারকা কেভিন ডুরান্টও অতিমারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি বিবৃতিও দিয়েছেন। ডুরান্টের কথা, ‘‘আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। তেমন হলে স্বেচ্ছাবন্দি হওয়াও দরকার। তবে আমি নিজে সংক্রমিত হলেও ভালই আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blaise Matuidi Coronavirus Juventus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE