Advertisement
২৪ এপ্রিল ২০২৪
তিন কন্যা

সিন্ধু-দীপাদের গাড়ি আজ

হায়দরাবাদ জেলা ব্যাডমিন্টন সংস্থার প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ আগেই ঘোষণা করেছিলেন, রিওয় সাড়া ফেলা তিন কন্যা, পুসারলা বেঙ্কট সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দকে গাড়ি উপহার দেবেন তাঁরা।

অন্য রূপে সিন্ধু। (ডান দিকে)  হায়দরাবাদ যাওয়ার পথে সাক্ষীর সঙ্গে দেখা হয়ে গেল দীপার। শনিবার। ছবি: পিটিআই ও টুইটার।

অন্য রূপে সিন্ধু। (ডান দিকে) হায়দরাবাদ যাওয়ার পথে সাক্ষীর সঙ্গে দেখা হয়ে গেল দীপার। শনিবার। ছবি: পিটিআই ও টুইটার।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০৩:০৭
Share: Save:

হায়দরাবাদ জেলা ব্যাডমিন্টন সংস্থার প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথ আগেই ঘোষণা করেছিলেন, রিওয় সাড়া ফেলা তিন কন্যা, পুসারলা বেঙ্কট সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দকে গাড়ি উপহার দেবেন তাঁরা। রবিবার হায়দরাবাদে গোপীচন্দ অ্যাকাডেমিতেই আনুষ্ঠানিক ভাবে চার জনকে দেওয়া হবে চারটি বিএমডব্লিউ গাড়ি। তাঁদের হাতে গাড়ির চাবি তুলে দেবেন রিওয় ভারতের গুডউইল অ্যাম্বাস্যাডর সচিন তেন্ডুলকর। এ দিকে, আজ পুরনো হায়দরাবাদের লাল দরওয়াজা এলাকায় সিংহবাহিনী মহানকালী মন্দিরে মাথায় করে ‘বোনাম’ (অর্ঘ্যের ডালি) নিয়ে গিয়ে পুজো দিলেন সিন্ধু। ব্যাডমিন্টন তারকা জানান, এই মন্দিরে তিনি দেবীর কাছে প্রতি বছরই পুজো দেন। অলিম্পিক্সে পদক পেলে এ বছর আবার পুজো দেবেন বলে রিও যাওয়ার আগে মানত করেছিলেন। এ দিনের পুজোটা মানতের জন্যই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rio olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE