Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Cheteshwar Pujara

টেস্ট সিরিজ জিতে পূজারাকেও নাচতে বাধ্য করলেন কোহালিরা

নাচছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাতে যোগ দিলেন চেতেশ্বর পূজারা। কার্যত তাঁর হাত ধরেই নাচতে শুরু করলেন সতীর্থরা। পা মেলালেন পূজারাও। সিডনিতে এমন ছবিই দেখা গেল টেস্ট সিরিজ জেতার পর।

হাত ধরে পূজারাকে নাচাচ্ছেন ঋষভ। সিডনিতে সোমবার। ছবি: পিটিআই।

হাত ধরে পূজারাকে নাচাচ্ছেন ঋষভ। সিডনিতে সোমবার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
সিডনি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৬
Share: Save:

সিডনিতে ঐতিহাসিক সিরিজ জিতে মাঠেই নাচলেন বিরাট কোহালিরা। আর সেই আবহে চেতেশ্বর পূজারাকেও নাচতে বাধ্য করলেন সতীর্থরা। সিডনি টেস্ট ও সিরিজের সেরাকে দেখা গেল উৎসবের মেজাজে সতীর্থদের সঙ্গে পা মেলাতে।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের মূহূর্তে উৎসবে মেতে উঠল ভারতীয় দল। সিডনি টেস্ট ড্র হওয়ার ঘোষণা হতেই ভারতীয় ক্রিকেটাররা নেমে এলেন মাঠে। আর তখনই লোকেশ রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদবরা নাচতে নাচতেই পূজারাকেও বাধ্য করলেন নাচতে। ঋষভকে দেখা গেল পূজারার হাত ধরে নাচাতে। পাশেই তখন নাচছেন কোহালি, রাহানেরা। হাসি মুখে পূজারাও কয়েক বার নাচলেন।

সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফির চার টেস্টে ৩১ ঘণ্টারও বেশি ব্যাট করেছেন পূজারা। ৫২১ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তিন সেঞ্চুরি। দেশে ফিরে এসে পূজারা এ বার খেলবেন প্রথম শ্রেণির ক্রিকেট। আইপিএলের সময় ব্যস্ত থাকবেন কাউন্টি ক্রিকেটে। ভারতের পরের টেস্ট সাত মাস পরে। তবে আপাতত তা নিয়ে কোনও ভাবনা শিবিরে নেই। সিডনিতে ভারতীয় শিবিরে এখন উৎসবের মেজাজে। আর তা যে সারা রাত চলবে, তা জানিয়েও দিয়েছেন অধিনায়ক।

আরও পড়ুন: ইতিহাস গড়ার পর কোহালির ভারতের প্রশংসায় উচ্ছ্বসিত ক্রিকেটমহল

আরও পড়ুন: কোহালির হাতে ট্রফি, স্টুডিয়োয় গাওস্করের চোখে জল​

মজার হল, সাংবাদিক সম্মেলনেও ওঠে পূজারার নাচের প্রসঙ্গ। কিন্তু এই নাচের বিশেষত্ব কী? কোহালি বলেন, "সেটা ঋষভই বলতে পারবে। ও এটা করতে শুরু করে। দেখাদেখি আমরাও করতে থাকি। ও ঠিক কী করতে চাইছিলে সত্যি বলতে সেটা জানা নেই। ব্যাপারটা ভাল লাগছিল। নাচটা বেশ সহজও ছিল। কিন্তু পূজারা সেটাও করতে পারছিল না। ও কতটা সহজ-সরল এতেই বোঝা যায়।" জানতে চাওয়া হয়, পূজারা কি তবে নাচতে পারেন না? প্রধান কোচ রবি শাস্ত্রী বলেন, "চেষ্টা করা হচ্ছিল পূজারাকে নাচানোর।" এরপর কোহালি বলে ওঠেন, "এই নাচটা পূজারা ডান্রস। যখন ক্রিজে ব্যাট করতে যাওয়ার জন্য হাঁটে, তখন হাত একেবারেই নাড়ায় না। এই নাচটা ওর হাঁটারই বর্ধিত অংশ। ঋষভ সেই কারণেই ওর হাত ধরে নাড়াচ্ছিল।" যা দাঁড়াচ্ছে, সিরিজ জয়ের পর পূজারার ব্যাটের মতোই চর্চা চলছে পূজারার নাচ নিয়ে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE