Advertisement
০৫ মে ২০২৪

আঙুল কাটা না গেলে মেলবোর্নে খেলছি: ফিঞ্চ

রবিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের ফিঞ্চ বলেন, ‘‘ভিক্টোরিয়ায় বক্সিং ডে টেস্ট! না খেলে পারা যায় নাকি। একমাত্র আমার আঙুল কেটে বাদ দিতে হলে তবেই আমি মাঠের বাইরে থাকব। না হলে আমি খেলছি।’’

অ্যারন ফিঞ্চ।

অ্যারন ফিঞ্চ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৪:১৮
Share: Save:

পার্‌থ টেস্টে আঙুলে চোট লাগায় তাঁর বক্সিং ডে টেস্ট খেলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু অ্যারন ফিঞ্চ নিজেই জানিয়ে দিচ্ছেন, ২৬ ডিসেম্বর থেকে শুরু মেলবোর্ন টেস্টে তিনি খেলবেন। অস্ট্রেলীয় ওপেনার এও জানিয়েছেন, একমাত্র তাঁর আঙুল কেটে বাদ দিতে হলেই তিনি টেস্ট থেকে দূরে থাকবেন। না হলে নয়।

রবিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের ফিঞ্চ বলেন, ‘‘ভিক্টোরিয়ায় বক্সিং ডে টেস্ট! না খেলে পারা যায় নাকি। একমাত্র আমার আঙুল কেটে বাদ দিতে হলে তবেই আমি মাঠের বাইরে থাকব। না হলে আমি খেলছি।’’ কিছুটা ঠাট্টা করে বললেও ফিঞ্চের কথাতেই স্পষ্ট, মেলবোর্ন টেস্টে মাঠে নামতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ তিনি। শামির বলে ডান হাতের তর্জনীতে চোট পান ফিঞ্চ। যার পরে তখনই মাঠ ছাড়তে হয়। পরে আবার ব্যাট করতে নামলেও প্রথম বলেই আউট হয়ে যান। ফলে আঙুলের চোটের কতদূর কী অবস্থা, তা বোঝা যায়নি। ওই চোট নিয়ে ফিঞ্চ বলেন, ‘‘শামির বলটা যখন লাগল, মনে হল আঙুলটা বুঝি ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। বল লাগার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণাটা পেয়েছিলাম, সেটা মারাত্মক ছিল। গত এক মাসে বেশ কয়েকবার ওই আঙুলে চোট পেয়েছিলাম। নেটে মিচেল স্টার্কের বলে কয়েকবার লেগেছিল। তার পর তো শামির বলে চোট পেয়ে গেলাম।’’

তাঁর এই আঙুলটাই যে আগে একবার ভেঙে গিয়েছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন ফিঞ্চ। বলেছেন, ‘‘শ্রীলঙ্কা সফরে বছর দু’য়েক আগে এই আঙুলটাই ভেঙে গিয়েছিল আমার।’’ তবে দিন দু’য়েক হল তিনি যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাও জানাতে ভুলছেন না অস্ট্রেলীয় ওপেনার। ফিঞ্চের মন্তব্য, ‘‘গত দু’দিনে মনে হচ্ছে একশো ভাগ সুস্থ হয়ে গিয়েছি। এখন প্র্যাক্টিসে দেখতে হবে ঠিক মতো ক্যাচ ধরতে পারছি কি না আর ব্যাট ধরতে কোনও সমস্যা হচ্ছে কি না।’’

আঙুলে চোট থাকলেও তিনি যে স্লিপে ফিল্ডিং করতে প্রস্তুত, তা জানিয়েছেন ফিঞ্চ। বলেন, ‘‘প্র্যাক্টিসে আমি স্লিপেই দাঁড়াব। তার পর দেখতে হবে, পরিস্থিতি কী রকম। যদি কোনও সমস্যা হয়, তা হলে আবার নতুন করে আলোচনায় বসতে হবে। তবে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। স্লিপে ফিল্ডিং করতেও যেমন আমি তৈরি, তেমন প্রয়োজনে মাঠের যেখানে খুশি ফিল্ড করতে পারি। আমার কোনও সমস্যা নেই।’’

ফিঞ্চের বর্তমান অধিনায়ক টিম পেনও মাঝে মাঝেই আঙুলের চোটে ভোগেন। তাঁর কাছ থেকে কি কোনও পরামর্শ নিয়েছেন? প্রশ্নের জবাবে ফিঞ্চ বলেন, ‘‘ওর আঙুলগুলোর মধ্যে বোধ হয় গোটা পনেরো স্ক্রু আর গোটা দুয়েক ধাতব প্লেট রয়েছে। তাই ওর ব্যাপারটা আলাদা। পেন আমার থেকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করে খেলে গিয়েছে। ওর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা অনেক।’’ ফিঞ্চ এও জানিয়েছেন, মাঝের এই ক’টা দিনে কয়েকটা নতুন ব্যাট আনিয়ে হাতে নিয়ে দেখেছেন তিনি। সমস্যা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE