Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Mohammad Azharuddin

ঋষভ পন্থকে দেখে আজহারউদ্দিনের কার কথা মনে পড়ছে জানেন?

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে সিডনি মাতিয়ে ঋষভ অপরাজিত থাকেন ১৫৯ রানে। সেই ইনিংসের সুবাদেই ছ’শোর ওপারে পৌঁছে যায় ভারত। চলতি সিরিজে চেতেশ্বর পূজারার পরে ঋষভই এখন দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী।

ঋষভের কিপিংয়ে অবশ্য সন্তুষ্ট নন আজহার।

ঋষভের কিপিংয়ে অবশ্য সন্তুষ্ট নন আজহার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১১:০৪
Share: Save:

ঋষভ পন্থের ব্যাটিংয়ের প্রশংসায় উচ্ছ্বসিত ক্রিকেটমহল। যাতে গলা মিলিয়েছেন দেশ-বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই তালিকায় আছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও। ঋষভকে দেখে তাঁর মনে পড়ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের কথা।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে সিডনি মাতিয়েছিলেন ঋষভ। অপরাজিত থাকেন ১৫৯ রানে। সেই ইনিংসের সুবাদেই ছ’শোর ওপারে পৌঁছে যায় ভারত। চলতি সিরিজে চেতেশ্বর পূজারার (৫২১ রান) পরে ঋষভই এখন দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী। সাত ইনিংসে ৫৮.৩৩ গড়ে ৩৫০ রান করে ফেলেছেন তিনি। টপকে গিয়েছেন বিরাট কোহালিকেও (২৮২ রান)।

প্রথম সফরকারী উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরিকারী ঋষভ সম্পর্কে আজহার বলেছেন, “আমার তো মনে হচ্ছে ভারত অ্যাডাম গিলক্রিস্টের মতো কাউকে পেয়ে গিয়েছে। দুর্দান্ত ব্যাট করেছে ও। আমি অবাক হয়েছি ও মাত্র একটা ছয় মারায়।” আজহার অবশ্য ঋষভের উইকেটকিপিং নিয়ে খুশি নন। বলেছেন, “উইকেটকিপিংয়ে অনেক উন্নতি করতে হবে ঋষভকে।”

আরও পড়ুন: জাডেজা-কুলদীপের জোড়া শিকার, ফলো-অন বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া​

আরও পড়ুন: জীবনযুদ্ধে জয়ী ত্রয়ীর হাতে তৈরি বিজয়মঞ্চ​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE