বিশ্বকাপ জেতার ঠিক পরেই কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানার মধ্যে। ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের মধ্যে কী হয়েছিল, কী ভাবেই বা পরিস্থিতি সামলানো গিয়েছিল, জানিয়েছেন জেমাইমা রদ্রিগেজ়।
কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিল ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দল। ভাংড়া নেচে আইসিসি চেয়ারম্যান জয় শাহর থেকে ট্রফি নেন হরমনপ্রীতেরা। কপিল সেই বিশেষ উৎসব নিয়ে জানতে চান।
হরমনপ্রীত বলেন, জেমাইমা ও হরলিন দেওল তাঁকে ভাংড়া নাচতে বলেছিলেন। তিনি এই পর্যন্ত বলে থেমে যান। এর পর মুখ খোলেন জেমাইমা। তিনি ওই উৎসবের নেপথ্য কাহিনি ফাঁস করেন। জেমাইমা বলেন, তাঁর ও হরলিনের প্রস্তাবে প্রথমে রাজি হননি হরমনপ্রীত। তখন আসরে নামেন স্মৃতি।
এর পর হরমনপ্রীত-স্মৃতির কথা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি নিয়ে জেমাইমা বলেন, ‘‘হ্যারিদি (হরমনপ্রীতকে এই নামেই ডাকেন ভারতীয় ক্রিকেটারেরা) আমাদের কথা পাত্তাই দেয় না। তাই ভাংড়া নাচের কথাটা প্রথমে শোনেইনি। কিন্তু তার পর স্মৃতি জানিয়ে দেয়, ‘যদি তুমি ট্রফি তোলার সময় ভাংড়া না নাচো, তা হলে আমি কোনও দিন তোমার সঙ্গে কথা বলব না।’” তাতেই কাজ হয়। কপিলের ওই অনুষ্ঠানে অবশ্য ছিলেন না স্মৃতি।
বিশ্বজয়ের পর কী ভাবে উৎসব হয়েছিল, জানতে চান কপিল। জেমাইমা বলেন, “আমরা কেউ ঘুমোনোর কথা ভাবিনি। সারারাত শুধু নেচেছিলাম। রাত প্রায় সাড়ে তিনটে পর্যন্ত উৎসব চলেছিল। যখন স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, আমরা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ভোর পর্যন্ত আমরা গোটা দল একসঙ্গে ছিলাম।”