Advertisement
১০ মে ২০২৪
Sourav Ganguly

‘ঘুমিয়ে থাকলে স্বপ্নের মধ্যেই খাওয়াজাকে আউট করবে অশ্বিন-জাডেজা’

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অভাব অনুভূত হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে, মনে করছেন সৌরভ। তবে বল-বিকৃতি কাণ্ডে এই দু’জন বছরখানেকের জন্য নির্বাসিত থাকলেও টিম পেনের দলে যোগ্য ব্যাটসম্যানের অভাব নেই বলেই জানিয়েছেন সৌরভ।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সৌরভ। ফাইল ছবি।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সৌরভ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১২:১৬
Share: Save:

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাওয়াজাকে খোঁচা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশ্য, খাওয়াজাকেই একা নয়। সামগ্রিক ভাবে টিম পেনের দলের ব্যাটিং লাইন-আপকেই একহাত নিয়েছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক।

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিন টেস্টে ছয় ইনিংসে ২৭.৮৩ গড়ে ১৬৭ রান করেছেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ২১৭ রান করেছেন ট্র্যাভিস হেড। মার্কাস হ্যারিস (১৭৭), শন মার্শ (১৭৫), টিম পেন (১৬৯) রয়েছেন খাওয়াজার সামনে। অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি করেননি সিরিজে। এমনকী, কোনও ব্যাটসম্যান আশির ঘরেও পৌঁছননি।

স্টিভ স্মিথডেভিড ওয়ার্নারের অভাব অনুভূত হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে, মনে করছেন সৌরভ। তবে বল-বিকৃতি কাণ্ডে এই দু’জন বছরখানেকের জন্য নির্বাসিত থাকলেও টিম পেনের দলে যোগ্য ব্যাটসম্যানের অভাব নেই বলেই জানিয়েছেন সৌরভ। বিরাট কোহালির দলকে সিরিজ জয় থেকে আটকাতে হলে তাই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: সিডনিতে রোম্যান্টিক বিরাট-অনুষ্কা, বর্ষবরণের ছবি ভাইরাল​

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দল বাছাই নিয়ে ফের লেগে গেল সৌরভ-স্টিভের​

এক বেসরকারি টিভি চ্যানেলে সৌরভ বলেছেন, “ওয়ার্নার-স্মিথকে বাদ দিলেও যে অজি ব্যাটসম্যানরা রয়েছেন, তাঁরা সবাই এখানেই খেলে বেড়ে উঠেছেন। তাই তাঁদের কোনও ভাবেই দুর্বল বলা যায় না।কিন্তু অবাক করার হল, ওরা বেশ কিছুদিন ধরে একসঙ্গে ব্যর্থ হচ্ছে। খাওয়াজাকে যেমন ভারতীয় বোলিং আক্রমণের সামনে এতটাই নড়বড়ে দেখাচ্ছে যে ঘুমের ঘোরেও ওঁকে অশ্বিন-জাডেজা আউট করে দেবে।” অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসেই খাওয়াজাকে ফিরিয়েছিলেন অশ্বিন। মেলবোর্ন টেস্টের প্রথন ইনিংসে তাঁকে ফেরান জাডেজা। সিডনি টেস্টের পিচ আবার স্পিন-সহায়ক হওয়ার কথাই শোনা যাচ্ছে। ফলে, ভারতীয় স্পিনারদের কথা বলে তাঁকে চাপেই রাখলেন সৌরভ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE