Advertisement
E-Paper

দরকার হলেই গোল করব, হুঙ্কার বোয়ার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসিও মাঠে নামার আগে যা কখনও বলেন না। মোহনবাগানের আইকন ফুটবলার পিয়ের বোয়া তাই বলে দিলেন! মঙ্গলবার বিএনআর-এর বিরুদ্ধে ম্যাচ বাগানের। তার আগে বোয়ার হুঙ্কার, “যখন টিমের জন্য দরকার হবে তখনই আমি গোল করব।” র‌্যান্টি-ডুডুদের পাশে বোয়ার ফর্ম দেখে বাগানের লোকজনই হতাশ। সেই ফুটবলারই এরিয়ান ম্যাচে গোল করার পর যেন আকাশে উড়ছেন। সোমবার সকালে অনুশীলনে বেশ চনমনে মেজাজেই দেখাল বিশাল চেহারার বোয়াকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৫
এ বার ভিসা জট কাটছে সোনির।

এ বার ভিসা জট কাটছে সোনির।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসিও মাঠে নামার আগে যা কখনও বলেন না। মোহনবাগানের আইকন ফুটবলার পিয়ের বোয়া তাই বলে দিলেন! মঙ্গলবার বিএনআর-এর বিরুদ্ধে ম্যাচ বাগানের। তার আগে বোয়ার হুঙ্কার, “যখন টিমের জন্য দরকার হবে তখনই আমি গোল করব।”

র‌্যান্টি-ডুডুদের পাশে বোয়ার ফর্ম দেখে বাগানের লোকজনই হতাশ। সেই ফুটবলারই এরিয়ান ম্যাচে গোল করার পর যেন আকাশে উড়ছেন। সোমবার সকালে অনুশীলনে বেশ চনমনে মেজাজেই দেখাল বিশাল চেহারার বোয়াকে। এখনও পর্যন্ত যা খবর তাতে পরিস্থিতির চাপে বোয়াকে একমাত্র স্ট্রাইকার করেই দল সাজাতে হচ্ছে সুভাষ ভৌমিককে। সাবিথ-জেজে আইএসএলের জন্য নেই। বলবন্ত সিংহ পুরো সুস্থ নন। এই অবস্থায় বোয়াই ভরসা বাগানের। টিডির কথা বলা বারণ। ফলে কোচ শঙ্করলাল ভট্টাচার্য-ই সব সাংবাদিক সম্মেলন করছেন। বললেন, “বোয়া ক্রমশ উন্নতি করেছে। ওর উপরে অনেক চাপ, কিন্তু ভালই খেলবে।”

এমনিতেই আজ রেলের সঙ্গে লড়াই। তিন নম্বর লাইফলাইন সুভাষ ভৌমিকের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাগান পাবে না দলের অন্যতম সেরা অস্ত্র কাতসুমি-কে। কার্ড সমস্যার জন্য। একই অবস্থা শেহনাজ সিংহেরও। অনুশীলন দেখে মনে হল কাতসুমির জায়গায় পঙ্কজ মৌলা বা লালকমল ভৌমিক খেলতে পারেন। আর আলাও আদিসা ফাতাইকে দেখা যেতে পারে ডিফেন্সিভ স্ক্রিনে। মাঝমাঠে থাকবেন উজ্জ্বল, তীর্থঙ্কর। ডিফেন্সে জনি রাউত ও প্রতীক। সাইডব্যাকে সোনাম ও সুখেন। গোলিকপার দেবজিৎ। স্ট্রাইকারে বোয়া। সম্ভবত ৪-৩-২-১ ফর্মেশনেই দল সাজাবেন।

বোয়া ‘দরকার হলেই গোল করব’ বললেও তাঁকে নিয়ে ভাবতে নারাজ বিএনআর কোচ নবনীল বন্দ্যোপাধ্যায়। বলেন, “ও ভাল ফুটবলার। তবে দলের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি।” আর মোহনবাগানের মতো বড় ম্যাচ খেলার পথে বাঁধা ফুটবলারদের ক্লান্তি, সেই কথাই মানছেন বিএনআর কোচ। এ দিকে বাগানের চতুর্থ বিদেশি সোনি নর্ডির ভিসা জট কাটতে চলেছে। আজ বা কাল তারকা ফুটবলারটির ভিসা পেয়ে যাবেন বলে খবর। বাগান সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহের শেষেই শহরে এসে পড়তে পারেন তিনি।

মঙ্গলবার কলকাতা লিগে
মোহনবাগান: বিএনআর (যুবভারতী, ৪-০০)।

goal on demand boya mohun bagan sports news online sports news player football goal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy