Advertisement
E-Paper

টুকরো খবর

অস্ট্রেলিয়াকে ৬-২ গোলে হারিয়ে সুলতান অব জহর কাপ হকির ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ভারতের চতুর্থ জয়। একমাত্র পরাজয়টা এসেছিল যে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে, ফাইনালে এ বার তাদেরই মুখোমুখি হরজিত্‌ সিংহরা। এ দিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন হরমনপ্রীত সিংহ। বাকি তিন গোল পরবিন্দর সিংহ, সিমরণজিত্‌ সিংহ ও পবন কুমারের।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৪ ০২:১৭

ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে ৬-২ গোলে হারিয়ে সুলতান অব জহর কাপ হকির ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ভারতের চতুর্থ জয়। একমাত্র পরাজয়টা এসেছিল যে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে, ফাইনালে এ বার তাদেরই মুখোমুখি হরজিত্‌ সিংহরা। এ দিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন হরমনপ্রীত সিংহ। বাকি তিন গোল পরবিন্দর সিংহ, সিমরণজিত্‌ সিংহ ও পবন কুমারের। শুরু থেকেই তীব্র আক্রমণাত্মক হকিতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে ম্যাচের ছ’মিনিটের মাথায় পেনাল্টি কর্নারে প্রথম গোল করেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়া যার পর আর ম্যাচে ফিরতেই পারেনি।

জরিমানা পঁচিশ হাজার

সেরেনা এবং ভেনাস উইলিয়ামস সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় রুশ টেনিস ফেডারেশনের প্রেসিডেন্টকে পঁচিশ হাজার ডলার জরিমানা করল ডব্লিউটিএ। মেয়েদের ট্যুর থেকে তাঁকে এক বছর নির্বাসিত করে ক্রেমলিন কাপ টুর্নামেন্টের চেয়ারম্যান পদ থেকেও তাঁর অপসারণ চেয়েছে ডব্লিউটিএ। রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তারপিসচেভ এক টেলিভিশন চ্যাট শো-এ যুক্তরাষ্ট্রের দুই টেনিস কিংবদন্তির লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলে তাঁদের ‘উইলিয়ামস ভাইরা’ বলে উল্লেখ করেন। ডব্লিউটিএ-র চিফ এক্সিকিউটিভ স্টেসি অ্যালাস্টার বলেছেন, “তারপিসচেভের মন্তব্য শুধু শালীনতার সীমাই ছাড়িয়ে যায়নি, টেনিসের মতো মহান খেলায় এমন বিকৃত মানসিকতার কোনও স্থানই নেই।”

সৌরভের সাফ কথা

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বীরেন্দ্র সহবাগ বা যুবরাজ সিংহের পক্ষে ভারতীয় দলে ফেরা আর সম্ভব নয়। এ দিন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সাফ সাফ এই কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খোলামেলা আলাপচারিতায় প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “বিশ্বকাপ প্রায় চলেই এসেছে। হাতে কম সময়। এই অবস্থায় ধোনি ওর সেট টিমে কোনও বদল ঘটাবে বলে আমি মনে করি না। তাই বীরু যা যুবির পক্ষে বিশ্বকাপের দলে ফেরার কোনও সম্ভাবনা আমি দেখছি না।” বরং বিশ্বকাপের মঞ্চে সুরেশ রায়না এবং বিরাট কোহলির সাফল্যের উপর ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন তিনি। সৌরভের কথায়, “ধোনির টিম টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও ওয়ান ডে-তে যথেষ্ট শক্তিশালী। তাই আমাদের বিশ্বকাপ জেতার একটা ভাল সুযোগ থাকছে।”

হারলেন কাশ্যপও

সাইনা নেহওয়াল এবং পুসারলা বেঙ্কট সিন্ধু কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ডেনমার্ক সুপার সিরিজে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। এ দিন প্রথমে কিদাম্বি শ্রীকান্ত এবং তার পরে ভারতের অন্যতম ভরসা পারুপল্লী কাশ্যপও হেরে গেলেন ছেলেদের সেমিফাইনালে। কাশ্যপের লড়াইটা অবশ্য কঠিন ছিল। প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই, চিনের চেন লং। অপ্রত্যাশিত ভাবে তৃতীয় বাছাই ডেনমার্কের জান যোর্গেনসেনকে হারিয়ে শেষ চারে পৌঁছনো কাশ্যপ হারলেন ১৬-২১, ১৫-২১।

এগিয়ে স্বপ্নিল

শেষ রাউন্ডে প্রয়োজন স্রেফ ড্র। রেলওয়েজের স্বপ্নিল ধোপাডে তা হলেই চেস ফর ইউথ চ্যাম্পিয়নশিপের খেতাব জিতবেন। এখনও পর্যন্ত অপরাজিত স্বপ্নিল পঞ্চম রাউন্ডে মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন মেরি অ্যান গোমসকে হারান। ষষ্ঠ রাউন্ডেও জেতেন মহারাষ্ট্রের ভক্তি কুলকার্নির বিরুদ্ধে। দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমির আয়োজনে এই টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ড রবিবার। টুর্নামেন্টের শীর্ষবাছাই দেবাশিস দাস ও সায়ন বসু যুগ্মভাবে দ্বিতীয় স্থানে (৫ পয়েন্ট)।

টুইটারে ‘জাম্বো’

সচিন তেন্ডুলকরও যেখানে নেটাচারীদের দুনিয়ায় পা রেখেছেন আজ বেশ কিছু দিন, সেখানে সোশ্যাল মিডিয়া থেকে এতক্কাল দূরেই ছিলেন তিনি। কিন্তু বিশ্বজুড়ে পাতা ইন্টারনেটের ফাঁদে এ বার ধরা দিতে হল অনিল কুম্বলেকেও! নিজের চুয়াল্লিশতম জন্মদিনে অনুরাগীদের একটি টুইটার অ্যাকাউন্ট উপহার দিলেন ৬১৯ টেস্ট উইকেটের মালিক। @অনিলকুম্বলে১০৭৪ নামে অ্যাকাউন্ট খুলে প্রথম টুইটে লেখেন, “অবশেষে টুইটারে এবং এমন একটা দিনে যখন বয়স আরও ওক বছর বাড়ল। একটু বিচক্ষণও হলাম আশা করি! লুকিং ফরোয়ার্ড...চিয়ার্স,”। প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানিয়ে এসে যায় এক অনুরাগীর টুইট“হ্যাপি বি’ডে @অনিলকুম্বলে১০৭৪...মাঠে এক জন সত্যিকারের চ্যাম্পিয়ন আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অসাধারণ মানুষ”। অনুরাগীর নামটা সচিন রমেশ তেন্ডুলকর।

সচিন-দ্রাবিড়ের রেকর্ড ভাঙল

ওপেনিং জুটিতে ৩৬৭ রান। ব্লুমফেন্টনে দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মর্নি ফানউইক আর ক্যামেরন ডেলপোর্ট ভেঙে দিলেন ১৫ বছরের রেকর্ড। ১৯৯৯-এ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পার্টনারশিপে ৩৩১ রান তুলে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় যা গড়েছিলেন। ফানউইকের ১৭১ বলে অপরাজিত ১৭৫ (১৫টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা) ও ডেলপোর্টের ১৩০ বলে অপরাজিত ১৬৯ রানের (১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কা) দাপটে ডলফিনস ২৫ রানে হারায় নাইটসকে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে মোমেন্টাম ওয়ান ডে কাপে এই রেকর্ড ‘লিস্ট এ’ ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।

আম্পায়ারের অবসর

ময়দানে ষোলো বছর আম্পায়ারিং করার পর অবসর নিলেন প্রসেনজিত্‌ বন্দ্যোপাধ্যায়। কোচিং করবেন বলে। প্রসেনজিত্‌ সিএবি-র চার বার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন।


সিঙ্গাপুরে সুন্দরীরা। মরসুম-শেষের ডব্লিউটিএ ফাইনালসের আগে সমুদ্র-ধারের বিখ্যাত উদ্যান গার্ডেন্স
বাই দ্য বে-তে বর্ষসেরার ট্রফি ঘিরে টেনিসের সেরা আট তারকা। ক্যারোলিন ওজনিয়াকি, অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা,
পেত্রা কিভিতোভা, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, আনা ইভানোভিচ, ইউজিনি বোশার্ড
এবং সিমোনা হালেপ (বাঁ-দিক থেকে)। শনিবার। ছবি: গেটি ইমেজেস

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy