Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্টিভনদের পরামর্শ বড় অস্ত্র ইংল্যান্ডের

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ দলের কোচ স্টিভ কুপার সোমবার মুম্বই ছাড়ার আগে বলে দিলেন, ‘‘ভারতে আমাদের ওখানকার যাঁরা দীর্ঘদিন কোচিং করাচ্ছেন তাদের সবার সঙ্গে আমার কথা হয়েছে আসার আগে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৩:১৬
Share: Save:

যুব বিশ্বকাপে খেলতে আসার আগে ভারতে কোচিং করানো বৃটিশ কোচেদের পরামর্শ এবং অভিজ্ঞতার কথা জেনে এসেছে ইংল্যান্ড দল।

ভারতীয় সিনিয়র দলের চিফ কোচ স্টিভন কনস্ট্যান্টাইন, বেঙ্গালুরুর প্রাক্তন কোচ ও বর্তমানে আইএসএলের ক্লাব এটিকে-র টিডি অ্যাসলে ওয়েস্টউ়ড, কোচ টেডি শেরিংহ্যাম এবং জামসেদপুর এফ সি-র কোচ স্টিভ কাপেল আছেন পরামর্শদাতাদের তালিকায়।

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ দলের কোচ স্টিভ কুপার সোমবার মুম্বই ছাড়ার আগে বলে দিলেন, ‘‘ভারতে আমাদের ওখানকার যাঁরা দীর্ঘদিন কোচিং করাচ্ছেন তাদের সবার সঙ্গে আমার কথা হয়েছে আসার আগে। সবথেকে বেশি সাহায্য পেয়েছি স্টিভন কনস্ট্যান্টাইনের কাছ থেকে। তাঁর থেকে যে সব তথ্য পেয়েছি তাতে আমি মুগ্ধ।’’

আরও পড়ুন: বাবার আপত্তি উপেক্ষা করেই ফুটবলে মণিপুরের নয়া তারকা

যুবভারতীতে গ্রুপ লিগের ম্যাচে ইংল্যান্ডকে খেলতে হবে চিলি, মেক্সিকো এবং ইরাকের সঙ্গে। সোমবার বেশি রাতে ইংল্যান্ডের পৌঁছে যাওয়ার কথা শহরে। রবিবারই স্টিভ কুপারের টিম ৩-২ হারিয়েছে নিউজিল্যান্ডকে। তার আগে ইংল্যান্ড কোচের মন্তব্যে এটা পরিষ্কার যে, যথেষ্ট তৈরি হয়েই এসেছেন ভারতে। ‘‘স্টিভ কাপেলের সঙ্গে আমার দীর্ঘ কথাবার্তা হয়েছে। এবং সেটা বেশ ফলপ্রসু আলোচনা। স্টিভ ছাড়াও ওঁদের দু’একজন কোচিং স্টাফদের কাছ থেকেও কিছু খবর জেনেছি যা আমাদের টুনার্মেন্টের সময় কাজে লাগবে।’’ ইংল্যান্ড কোচের মন্তব্যে এটা বোঝা যাচ্ছে যে ভারতের আবহাওয়া, পরিবেশ সম্পর্কে পুরো ওয়াকিবহাল তাঁর দল। তিনি বলেছেন, ‘‘অ্যাসলে ওয়েস্টউড তো সবচেয়ে বেশি চেনে ভারতকে। অনেকদিন এখানে কাজ করছে। ওঁর থেকে ভারত সম্পর্কে অনেক তথ্য পেয়েছি।’’ ক্রোয়েশিয়ায় অনূর্ধ্ব ১৭ ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তার পরেও যে যুব বিশ্বকাপে ইংল্যান্ড মূল পর্বে যেতে পেরেছে তাতে খুশি কুপার। মুম্বইতে পাঁচ দিনের শিবির করেছিল ইংল্যান্ড। খেলেছে প্রস্তুতি ম্যাচও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE