Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Mohammedan Sporting

বরফ গলছে, মহমেডানের সঙ্গে থেকে যাওয়ারই সম্ভাবনা বিনিয়োগকারী সংস্থার

তাই আগামী কয়েকদিন দুই পক্ষের মধ্যে আরও কয়েকবার আলোচনা হবে, এমনটাই জানা গিয়েছে।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২২:৫২
Share: Save:

অবশেষে সমস্যার সমাধান হতে চলেছে। মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে তাদের বিনিয়োগকারী সংস্থা ‘বাঙ্কারহিল’-এর থেকে যাওয়ারই সম্ভাবনা। অনেক জলঘোলার পর বৃহস্পতিবার সাদা-কালো কর্তাদের সঙ্গে আলোচনার জন্য এসেছিলেন বিনিয়োগকারী সংস্থার অন্যতম কর্তা দীপক কুমার সিংহ। দুই পক্ষের ম্যারাথন আলোচনার পর সমাধান সূত্র বেরিয়ে আসার সম্ভাবনা। ফলে আগামী ৯ জানুয়ারি সুদেভা এফসি-র বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু করার আগে মহমেডান ও বিনিয়োগকারীদের মধ্যে যাবতীয় সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

গোটা বিষয়টার সঙ্গে যেহেতু ক্লাবের ঐতিহ্য ও গরিমা জড়িয়ে আছে, তাই আগামী কয়েকদিন দুই পক্ষের মধ্যে আরও কয়েকবার আলোচনা হবে, এমনটাই জানা গিয়েছে। কিন্তু কোন কোন ইস্যুতে ব্যাপারটা আটকে রয়েছে? ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলছেন, ‘‘শেয়ার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে জটের পাশাপাশি ক্লাব ও কোম্পানি সংক্রান্ত বিষয়েও জটিলতা ছিল। আমাদের ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন নিয়মের আওতায়। তবে বিনিয়োগকারীরা মহমেডান স্পোর্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। তাই বারবার আলোচনার মাধম্যে সেগুলো কেটে যাবে বলে আশা রাখছি। তাছাড়া আমাদের ক্লাবের ব্র্যান্ডিং বিনিয়োগকারী কীভাবে ব্যবহার করবে সেই বিষয়ে আরও স্পষ্ট ধারণা প্রয়োজন। এই ইস্যু নিয়ে এদিন একদফা আলোচনা হয়েছে।’’

সমস্যা পুরোপুরি মিটিয়ে ফের নতুনভাবে কাজ করার ব্যাপারে আশাবাদী দীপক কুমার সিংহ। তিনি বলেছেন, ‘‘চূড়ান্ত চুক্তি সময়মতো না হওয়ার জন্য আমরা পিছিয়ে আসতে চাইছিলাম। তবে এদিনের আলোচনা যথেষ্ট ইতিবাচক। ক্লাব কর্তারাও পেশাদারি মানসিকতা নিয়ে ব্যাপারটা দেখছে। সবকিছু ঠিকঠাক থাকলে আই লিগ শুরু হওয়ার আগেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে।’’

আরও খবর: ছেলেদের মাঠে নেমেই ওয়ার্নারকে সতর্ক করলেন ইতিহাস তৈরি করা মহিলা আম্পায়ার

আরও খবর: জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মন পড়ে গিয়েছিল সিরাজের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammedan Sporting Football I League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE