Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সৌরভদের আশা, আজই চলে আসবে পাক দল

নওয়াজ শরিফের কাছ থেকে সবুজ সঙ্কেতের ইঙ্গিত পাওয়া গেলেও, এখনও পাকাপাকি শিলমোহর দেয়নি পাকিস্তান। যদিও বিশ্বকাপ খেলতে আফ্রিদিদের ভারতে আসা নিয়ে এক প্রকার নিশ্চিত আইসিসি এবং বিসিসিআই। ১৯ তারিখে ইডেনে ভারত-পাক ম্যাচ নিয়ে তাঁদের তত্পরতাতেই স্পষ্ট, পাক দল আসছে ধরে নিয়েই প্রস্তুত হচ্ছেন তাঁরা।

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১২:২৬
Share: Save:

নওয়াজ শরিফের কাছ থেকে সবুজ সঙ্কেতের ইঙ্গিত পাওয়া গেলেও, এখনও পাকাপাকি শিলমোহর দেয়নি পাকিস্তান। যদিও বিশ্বকাপ খেলতে আফ্রিদিদের ভারতে আসা নিয়ে এক প্রকার নিশ্চিত আইসিসি এবং বিসিসিআই। ১৯ তারিখে ইডেনে ভারত-পাক ম্যাচ নিয়ে তাঁদের তত্পরতাতেই স্পষ্ট, পাক দল আসছে ধরে নিয়েই প্রস্তুত হচ্ছেন তাঁরা।

ধর্মশালার বিকল্প হিসেবে ইডেনে হাইভোল্টেজ ইন্দো-পাক ম্যাচ নিয়ে এসে ইতিমধ্যেই অভিষেকটা ছক্কা হাঁকিয়েই শুরু করেছেন ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচ পূর্বসূরী জগমোহন ডালমিয়ার নামে উত্সর্গও করে দিয়েছেন তিনি। পাক ক্রিকেট কর্তার ইডেনকে নিরাপদতম ঘোষণার পর তাঁর দায়িত্বও কিন্তু এক লাফে কয়েক ধাপ বেড়ে গেছে। তাই এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব ইডেন জুড়ে। সাজসাজ রব সিএবি অন্দরে। সিএবি কর্তাদের আশা আজকেই ভারতে পৌঁছে যাবে পাকিস্তান ক্রিকেট দল। তাঁদের দৃঢ় বিশ্বাস লাহৌর থেকে দুবাই হয়ে আজ রাতে দিল্লি, সেখান থেকে আজকেই অথবা কাল সকালের মধ্যে কলকাতা চলে আসবেন সরফরজরা।

অন্যদিকে, ব্যবস্থাপনা এবং পরিস্থিতি খতিয়ে দেখতে আজকেই কলকাতা চলে আসছেন আইসিসি-র টুর্নামেন্ট ইনচার্জ।

আরও পড়ুন-ম্যাচ নিয়ে নিরাপত্তার লিখিত আশ্বাস চাইল পাক বোর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eden gardens sourav ganguly t20 world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE