Advertisement
১১ মে ২০২৪

বাংলাদেশ টেস্ট নিয়ে অস্বস্তিতে সিএবি

আকস্মিক ভারত-বাংলাদেশ টেস্টের যে সম্ভাবনা দেখা দিয়েছে ইডেনে, সেই টেস্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে সিএবি। অস্বস্তি স্থানীয় ক্রিকেটের সূচি নিয়ে।

প্রজাতন্ত্র দিবসের আগে সেজে উঠেছে ইডেন। —নিজস্ব চিত্র।

প্রজাতন্ত্র দিবসের আগে সেজে উঠেছে ইডেন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:২৮
Share: Save:

আকস্মিক ভারত-বাংলাদেশ টেস্টের যে সম্ভাবনা দেখা দিয়েছে ইডেনে, সেই টেস্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে সিএবি। অস্বস্তি স্থানীয় ক্রিকেটের সূচি নিয়ে। এমনিতেই স্থানীয় ক্রিকেটের ঠাসা সূচি তৈরি হয়ে রয়েছে। ৩১ জানুয়ারি থেকে রয়েছে জাতীয় টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফির আঞ্চলিক পর্বের সব ম্যাচও। স্থানীয় ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ আগে থেকেই ইডেনে দেওয়া রয়েছে। মুস্তাক আলির ম্যাচও হবে এখানে। এর পর ৯ ফেব্রুয়ারি থেকে যদি ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট হয়, তা হলে স্থানীয় ম্যাচগুলো সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে এখন বেশ ধন্দে পড়েছে সিএবি। হায়দরাবাদে একমাত্র টেস্টটি হওয়ার কথা থাকলেও আয়োজক সংস্থায় যা অচলাবস্থা চলছে, তাতে তারা এই টেস্ট আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। বোর্ডসূত্রের খবর ইডেনকেই বিকল্প ভেনু হিসেবে তৈরি থাকতে বলা হয়েছে। সিএবি-র কাছেও বুধবার পর্যন্ত তেমনই খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নাকি কলকাতাতেই ম্যাচটা খেলতে চায়। শুধু একটা টেস্ট নয়, ভারতে তারা একটা দু’দিনের প্র্যাকটিস ম্যাচও খেলবে। ইডেনে টেস্ট হলে প্র্যাকটিস ম্যাচও হবে কলকাতায়। সেটা সম্ভবত হবে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে। যদিও এখনও টেস্টের সবুজ সঙ্কেত দেয়নি বোর্ড। তবে দু-এক দিনের মধ্যেই তা এসে যাবে বলে সিএবি কর্তাদের ধারণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eden Gardens CAB Bangladesh Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE