Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেনের ভাবনা বঙ্গ ক্রিকেটে

কোচ বদলের পর বাংলা দলে অধিনায়ক বদলেরও হাওয়া। বাংলার ছেলেদের দিয়ে ভাল কিছু হচ্ছে না দেখে নাকি ভিনরাজ্য থেকে ক্রিকেটার আনার ভাবনাও চলছে সিএবি-তে।

সিএবির চিন্তায় প্রজ্ঞান, হরভজনের মতো ভিন রাজ্যের ক্রিকেটার।

সিএবির চিন্তায় প্রজ্ঞান, হরভজনের মতো ভিন রাজ্যের ক্রিকেটার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:৩৮
Share: Save:

কোচ বদলের পর বাংলা দলে অধিনায়ক বদলেরও হাওয়া। বাংলার ছেলেদের দিয়ে ভাল কিছু হচ্ছে না দেখে নাকি ভিনরাজ্য থেকে ক্রিকেটার আনার ভাবনাও চলছে সিএবি-তে।

আগামী মরসুমে রঞ্জি দলের ক্যাপ্টেনের ব্যাটন লক্ষ্মীরতন শুক্লর হাত থেকে মনোজ তিওয়ারির হাতে উঠলে বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। তেমনই ভাবনাচিন্তা সিএবি-তে। সিনিয়র দলের দায়িত্বে থাকা যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই ভেবেছেন বলে তাঁর ঘনিষ্ঠমহলে খবর। তিনি নিজে অবশ্য এই ব্যাপারে মুখ খোলেননি। শোনা যাচ্ছে, তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেনের রাস্তাও খোলা রাখতে চান তিনি।

বাংলার ড্রেসিংরুমের পরিস্থিতি মোটেই ভাল নয়, দলে যে একাধিক বিভাজন আছে, তা নাকি গত বছরই বুঝেছেন সৌরভ। এ বার তাই মরসুম শুরুর আগেই বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চান। তাই ক্যাপ্টেন বদলালে নতুন অধিনায়ককে নাকি সাফ জানিয়ে দেওয়া হবে, তাঁর প্রথম কাজ ড্রেসিংরুমের আবহাওয়া ঠিক করা। এ জন্য কিছু সিনিয়রদের নিয়ে একসঙ্গে বসতেও চান সৌরভ।

নির্বাচকদের এ বার দল ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন সৌরভ। প্রয়োজনে ভিনরাজ্য থেকে ক্রিকেটার আনার প্রস্তাবও নাকি দিয়েছেন। প্রজ্ঞান ওঝার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে বলে শোনা যাচ্ছে। এমনকী প্রয়োজনে হরভজন সিংহর সঙ্গেও কথা বলতে পারেন বলে জানিয়ে রেখেছেন সৌরভ। গত বার রঞ্জি ট্রফি চলাকালীন জরুরি ভিত্তিতে কিছু জুনিয়রকে ডেকে খেলানো হয়েছিল। অভিযোগ ওঠে, সে জন্য নাকি অনূর্ধ্ব ১৯ জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নষ্ট হয় বাংলার। জানা গেল, সম্প্রতি এক বৈঠকে জুনিয়র দলের কোচদের এ বার তেমন হবে না বলে আশ্বাস দিয়েছেন সৌরভ।

আগামী সপ্তাহে রঞ্জির সম্ভাব্য দল বাছাইয়ে তাই সম্ভাবনাময় জুনিয়রদের প্রথম থেকেই সিনিয়র দলে রেখে বাদ দেওয়া হতে পারে কয়েকজন সিনিয়রকে। সিএবি-র এক শীর্ষকর্তা জানালেন, অভিমন্যু ঈশ্বরনকে এ বার বর্ষসেরা বেছে নাকি বার্তা দেওয়া হচ্ছে যে, রঞ্জি অভিযানে জুনিয়রদের উপর আস্থা রাখতে চায় সিএবি। সে জন্যই সদ্য ১৯ পেরনো এক ক্রিকেটারকে এই পুরস্কারের জন্য বাছা হল।

অশোক মলহোত্রই যে আপাতত কোচ থাকছেন, সৌরভ নিজে এই কথা জানালেও কোচ নিয়ে খোঁজখবর তিনি থামাননি বলে তাঁর ঘনিষ্ঠমহলে খবর। রবিন সিংহ নাকি এত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন যে, তাঁর নাম আপাতত সরিয়ে রাখা হয়েছে। পরস মামরে জানিয়ে দিয়েছেন, তিনি অন্য রাজ্যের দল নিয়ে ব্যস্ত। কাউকে না পাওয়া গেলে শেষ পর্যন্ত অশোককেই সম্ভবত কোচের দায়িত্বে রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE