E-Paper

আইএসএল: জট খুলল না, ভরসা ক্লাব জোটের প্রস্তাব

বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার আইএসএল আয়োজনের প্রস্তাব ক্রীড়ামন্ত্রকের কাছে পেশ করে ক্লাব জোট। একই সঙ্গে প্রস্তাব দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কমাতে ফুটবলারদের চুক্তি পুনর্বিবেচনা এবং বেতন হ্রাসের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬
উদ্বেগ: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সংশয় অব্যাহত?

উদ্বেগ: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সংশয় অব্যাহত? — ফাইল চিত্র।

দফায় দফায় বৈঠকই সার। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অচলাবস্থা অব্যাহত। বৃহস্পতিবার দুপুরে আইএসএলের ক্লাব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু দীর্ঘ আলোচনাতেও কাটল না আইএসএল-জট।

গোটা দেশের নজর ছিল বৃহস্পতিবার দুপুরের এই বৈঠকে। ফুটবলার থেকে সাধারণ ফুটবলপ্রেমী— আশা করেছিলেন এ দিনই হয়তো আশার আলো দেখা যাবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সমাধানের পথ বাতলে দিয়ে আইএসএল শুরুর দিন ঘোষণা করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টে ক্লাবগুলিকেই ক্রীড়ামন্ত্রকের তরফে বলে দেওয়া হয়েছে, আইএসএল আয়োজন নিয়ে তাদের দীর্ঘ এবং স্বল্পমেয়াদি পরিকল্পনা ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে। অর্থাৎ, প্রতিযোগিতা আয়োজনের জন্য কী ভাবে অর্থের সংস্থান হবে? লিগের রূপরেখা কী হবে? বিস্তারিত ভাবে জানাতে বলেছে ক্রীড়ামন্ত্রক। ক্লাবগুলির প্রস্তাব পাওয়ার পরেই তা সুপ্রিম কোর্টকে জানানো হবে।

ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আগের বৈঠকেই ক্লাবগুলি জানিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে জোটবদ্ধ ভাবে দীর্ঘমেয়াদি অর্থাৎ, ১৫ বছরের জন্য আইএসএল আয়োজন করতে চায়। শর্ত দেয় ফেডারেশনের গঠনতন্ত্রে বাণিজ্যিক বিধিনিষেধগুলি সংশোধন করতে হবে। কারণ কোনও সংস্থাই স্বল্পমেয়াদি ব্যবস্থায় বিনিয়োগে রাজি নয়। যদিও ফেডারেশনের তরফে জানানো হয়, নতুন ক্রীড়ানীতি রূপায়ণ না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব নয়।

বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার আইএসএল আয়োজনের প্রস্তাব ক্রীড়ামন্ত্রকের কাছে পেশ করে ক্লাব জোট। একই সঙ্গে প্রস্তাব দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কমাতে ফুটবলারদের চুক্তি পুনর্বিবেচনা এবং বেতন হ্রাসের। ইস্টবেঙ্গলের প্রতিনিধি জানান, আইএসএলের মালিকানায় অংশীদার হতে রাজি না হলেও পরিচালন সমিতিতে থাকবেন। ফুটবলমহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রকও চাইছে আইএসএলের আয়োজন ক্লাব জোটই করুক। কারণ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপরে তাদের ন্যূনতম আস্থা নেই। কারণ, আইডব্লিউএলের জন্যও কোনও লগ্নিকারী পাওয়া যায়নি। রাতের দিকে জানা গিয়েছে ফেডারেশনের উপরে চাপ বাড়াতে আগামী সপ্তাহে দিল্লিতে শিবির করছে দিল্লি এফসি, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের কর্তারা।

ক্লাবগুলির প্রস্তাবকে যদি দেশের সর্বোচ্চ আদালত অনুমোদন করে, আইএসএল আয়োজনের জন্য কী ভাবে অর্থের সংস্থান হবে? ২০১৪ সাল থেকে আইএসএল আয়োজনের দায়িত্বে থাকা এফএসডিএল-র হাতেই কি ফের লিগ পরিচালনার দায়িত্ব দেবে ক্লাব জোট?

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ministry of Sports Indian Footballer

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy