আন্দ্রে এস্কোবারের মর্মান্তিক মৃত্যর স্মৃতি ফিরল ফুটবল বিশ্বে। বুধবার রাতে নিজের দেশেই দুই আততায়ীর গুলিতে নিহত হলেন ইকুয়েডর জাতীয় দলের ৩৩ বছর বয়সি প্রাক্তন ডিফেন্ডার মারিয়ো পিনেইদা। ২০১৪ সালে ইকুয়েডরের জাতীয় দলে অভিষেক হয় পিনেইদার। ২০২১ সাল পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন।
ইকুয়েডরের সংবাদমাধ্যমের খবর, বুধবার রাতে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুইয়াকিলের উত্তরে একটি দোকানের বাইরে পিনেইদা, তাঁর মা ও আর এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিনেইদার। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ঘটনার তদন্তে বিশেষ পুলিশ দল পাঠানো হয়েছে।
গুইয়াকিল শহর এখন মাদকপাচারকারী এবং দুষ্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯০০ খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)