ফের দিনক্ষণ ঠিক হয়েও মুলতুবি হয়ে গেল জগমোহন ডালমিয়া মেমোরিয়াল লেকচার। প্রয়াত ডালমিয়ার স্মৃতিতে সিএবি এ বার থেকে যে বার্ষিক স্মৃতি বক্তৃতা শুরু করার পরিকল্পনা নিয়েছিল, তা এই নিয়ে দ্বিতীয়বার বাধা পেল। ২২ জানুয়ারি ইডেনে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে-র আগের দিন এই বক্তৃতা দেওয়ার কথা ছিল সুনীল গাওস্করের। কিন্তু বোর্ডের এই টালমাটাল অবস্থায় তা আর করতে চাইছে না সিএবি। এখন যা অবস্থা, তাতে কোনও রকমে ওয়ান ডে ম্যাচটা উতরে দিতে পারলেই বেঁচে যায় তারা। এর মধ্যে অবশ্য একটা কাজ করবেন বলে ঠিক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। সূত্রের খবর, ইডেনের ওয়ান-ডে ম্যাচের বিরতিতে ধোনিকে সংবর্ধনা জানানো হবে। ক্যাপ্টেন হিসেবে তিনি যা দিয়েছেন দেশকে, তার কৃতজ্ঞতাস্বরূপ এই সংবর্ধনা। মঙ্গলবার সিএবি-তে ওয়ান ডে আয়োজন নিয়ে বৈঠক করতে বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) এম ভি শ্রীধর এসেছিলেন।