Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন, নিজেও জানেন না ভুবনেশ্বর

বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে পাঁজরের চোটের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকতে বাধ্য হয়েছিলেন ভুবনেশ্বর। এর পরে কিছু দিন আগে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেশের মাঠে প্রত্যাবর্তন ঘটে তাঁর।

 বিমর্ষ: চিকিৎসকের পরামর্শের দিকে তাকিয়ে ভুবি। ফাইল চিত্র

বিমর্ষ: চিকিৎসকের পরামর্শের দিকে তাকিয়ে ভুবি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০৩:০৩
Share: Save:

তিনি সাদা বলের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। কিন্তু ‘স্পোটর্স হার্নিয়া’-র সমস্যায় আক্রান্ত হয়ে এখন মাঠের বাইরে ভারতের এই পেসার। সব চেয়ে উদ্বেগের ব্যাপার হল, ভুবনেশ্বর কুমার নিজেই জানেন না কবে তিনি মাঠে ফিরবেন। এখনও ঠিক হয়নি, তাঁর অস্ত্রোপচার হবে কি না।

বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে পাঁজরের চোটের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকতে বাধ্য হয়েছিলেন ভুবনেশ্বর। এর পরে কিছু দিন আগে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেশের মাঠে প্রত্যাবর্তন ঘটে তাঁর। কিন্তু আবার ছিটকে যেতে হয় ‘স্পোটর্স হার্নিয়া’য় আক্রান্ত হয়ে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন এই পেসার? ভুবির জবাব, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও ন’মাস দূরে। ওই নিয়ে আমি ভাবছি না। আমার প্রথম লক্ষ্য সুস্থ হয়ে ওঠা। কিন্তু নিজেই জানি না কবে সুস্থ হয়ে উঠতে পারব।’’

পাঁজরের চোট থেকে সুস্থ হয়ে ওঠার পথে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ‘রিহ্যাব’ চলেছে তাঁর। যে এনসিএ নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক দেখা দিয়েছে। তাঁর রিহ্যাবে এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সংস্থাকে ভুবি বলেছেন, ‘‘এই ব্যাপারটা ভারতীয় বোর্ডই নিশ্চয়ই দেখবে। এনসিএ-র সঙ্গে বোর্ডকর্তারা নিশ্চয়ই কথা বলেছেন। আমাকে সুস্থ করার জন্য এনসিএ-র তরফে নিশ্চয়ই সব রকম চেষ্টা করা হয়েছিল। তবে কেন আমার হার্নিয়াটা ওরা বুঝতে পারল না, সেটা বলতে পারব না।’’ এই রকম বিতর্কের পরে কি ক্রিকেটাররা এনসিএ যেতে দ্বিধা করবেন? এই প্রশ্নের জবাবে ভুবি বলছেন, ‘‘কে যাবে আর কে যাবে না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’’

নিজের অবস্থা নিয়ে ভুবনেশ্বর জানিয়েছেন, তিনি এখন চিকিৎসকের সঙ্গে পরমর্শ করার জন্য অপেক্ষা করছেন। ভুবির মন্তব্য, ‘‘আমার অস্ত্রোপচার হবে কি না, তা নিয়ে নিশ্চিত নই। যদিও স্পোর্টস হার্নিয়ার ক্ষেত্রে অস্ত্রোপচারই হয়ে থাকে সাধারণত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। আমি জানি না, কোথায় বা কবে সেটা হবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে চাইছি। চিকিৎসকের সঙ্গে কথা না বলে মাঠে ফেরার ব্যাপারে কোনও মন্তব্য করতে পারব না। পুরোটাই নির্ভর করবে কী ভাবে চিকিৎসা এগোবে।’’

এই ভাবে বারবার ছিটকে যাওয়াটা কতটা ধাক্কার? ভুবনেশ্বর বলেছেন, ‘‘চোট-আঘাত পেলে হতাশা আসে ঠিকই, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমাদের জীবনে চোট-আঘাত লেগেই থাকে।’’ ভুবি এও বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি ভাল ছন্দে ছিলাম। মাঠে ফেরার পরে সেই ছন্দটা ধরে রাখতে চাই। তবে সব কিছুই নির্ভর করবে চিকিৎসক কী বলেন, তার উপরে।’’

ভুবনেশ্বরের অনুপস্থিতিতে উঠে এসেছেন দীপক চাহার। এই পেসারের সঙ্গে ভুবির মিল পেয়েছেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু চাহারও এখন চোট পেয়ে ছিটকে গিয়েছেন। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার ব্যাপারে আপনার সঙ্গে কি চাহারের প্রতিদ্বন্দ্বিতা হবে? ভুবনেশ্বরের জবাব, ‘‘আমি সুস্থ হয়ে ওঠার পরে ব্যাপারটা দাঁড়াবে পারফরম্যান্সের ওপর। তখন কে থাকবে, তা নিয়ে আমি ভাবছিই না। দল নির্বাচনে আমার কোনও ভূমিকা নেই, ওটা আমার কাজও নয়। আমার কাজ হল মাঠে নেমে ভাল খেলা আর সেটাই করতে চাই।’’

ক্রিকেট থেকে এই মুহূর্তে দূরে তিনি। কী ভাবে সময় কাটছে? ‘‘পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকলে পরিবারকে খুব কম সময় দেওয়া যায়। তাই এখন সেই সময়টা দিচ্ছি। সেই ছোট, ছোট কাজগুলো করছি, যা আমাদের খুশি করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhuvneshwar Kumar Indian Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE