Advertisement
০১ মে ২০২৪
Car Rally

কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত কার র‌্যালি শুক্রবার, শ্রদ্ধা জানানো হবে ভারতীয় সেনাকে

ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শ্রদ্ধা জানাতে একটি কার র‌্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত সেই র‌্যালি হবে।

car rally

চলতি বছর কলকাতায় ভারতীয় নৌবাহিনী একটি কার র‌্যালি করেছে। এই ধরনেরই র‌্যালি হবে শুক্রবার। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৫
Share: Save:

কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত কার র‌্যালির আয়োজন করা হয়েছে শুক্রবার। নাম দেওয়া হয়েছে ‘টাইম স্পিড ডিসট্যান্স’ কার র‌্যালি। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শ্রদ্ধা জানানো হবে এই র‌্যালির মাধ্যমে।

শুক্রবার, ৮ ডিসেম্বর দুপুর ২টোয় কলকাতার রবীন্দ্র সরোবরের কাছে ‘রোয়িং ক্লাব’ থেকে শুরু হবে র‌্যালি। সে দিনই রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছবে র‌্যালি। সে দিনের মতো সেখানেই র‌্যালি শেষ হবে।

শনিবার আবার ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে সকাল সাড়়ে ৮টা নাগাদ ফিরতি র‌্যালি শুরু হবে। সেই র‌্যালি কলকাতায় রোয়িং ক্লাবে দুপুর ৩টে নাগাদ শেষ হবে।

ভারতের বিভিন্ন রাজ্যের ২৫ জনের বেশি চালক অংশ নেবেন র‌্যালিতে। ১০ ডিসেম্বর, রবিবার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠান হবে রোয়িং ক্লাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Rally jangal mahal Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE