Advertisement
০২ মে ২০২৪
Wimbledon 2023

উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই অঘটন, ছিটকে গেলেন ট্রফির দাবিদার ক্যাসপার রুড

এ বারের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল তাঁকে। সেই ক্যাসপার রুড দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন। অনামী খেলোয়াড়ের কাছে হারলেন তিনি। বাকি নামী খেলোয়াড়রা প্রায় সবাই তৃতীয় রাউন্ডে উঠেছেন।

wimbledon

হারের পর হতাশ রুড। ছবি: রয়টার্স

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ২৩:০৬
Share: Save:

চতুর্থ দিনে অবশেষে উইম্বলডন আয়োজকরা কিছুটা স্বস্তি পেলেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টি নামেনি। আকাশ মেঘলা ছিল। উঁকি দিয়েছে সূর্যও। ফলে বাকি থাকা ম্যাচগুলি একে একে শেষ করা শুরু করেছেন আয়োজকরা। এত দিনে যেখানে দ্বিতীয় রাউন্ড পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে অনেকে এ দিন প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছেন। তবে আয়োজকরা স্বস্তি পেলেও মুখে হাসি থাকল না ক্যাসপার রুডের। নরওয়ের খেলোয়াড় ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ড থেকেই। বাকি নামী খেলোয়াড়রা প্রায় সবাই তৃতীয় রাউন্ডে উঠেছেন।

পাঁচ সেটের লড়াইয়ে রুড হারলেন ব্রিটেনের লিয়াম ব্রডির কাছে। ব্রডি জিতেছেন ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-০ গেমে। টানা দ্বিতীয় বার তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি। রুডকে হারিয়ে বলেছেন, “গত কাল রাতে শোয়ার সময় আমার মনে বিশ্বাস ছিল যে ম্যাচটা জিততে পারি। আজ সত্যিই জেতার পর কথা বলার ভাষা নেই। অসম্ভব ভাল লাগছে। উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা আমার কাছে পাঁচ বছর থেকে স্বপ্ন ছিল।” ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতা থাকাই ব্রডিকে সাহায্য করেছে। বেসলাইন এবং নেট দুটোতেই সমান পারদর্শিতা দেখিয়েছেন। তিন ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে রুডকেও ক্লান্ত লেগেছে।

জিতলেন রুবলেভ

সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ ৬-৭, ৬-৩, ৬-৪, ৭-৫ হারালেন আসলান কারাতসেভকে। গ্র্যান্ড স্ল্যামে ৫০তম ম্যাচ জিতলেন তিনি। প্রথম সেটে হারলেও দু’ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে দু’বার ব্রেক পেয়েছেন তিনি। শেষের দিকে সার্ভ নিয়ে সমস্যায় পড়লেও জিততে অসুবিধা হয়নি।

তৃতীয় রাউন্ডে জেরেভ

এ বারের উইম্বলডনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন জার্মানির জেরেভ। নেদারল্যান্ডসের গিস ব্রুয়ারকে ৬-৪, ৭-৬, ৭-৬ হারালেন তিনি। শেষ দু’টি সেট টাইব্রেকে গিয়েছে। সাত বার উইম্বলডন খেলে ছ’বার দ্বিতীয় রাউন্ডে উঠলেন জেরেভ। এর আগে ২০১৭ এবং ২০২১-এ চতুর্থ রাউন্ড পর্যন্ত উঠেছিলেন তিনি। পরের ম্যাচে ইয়োশুকে ওয়াতানুকির বিরুদ্ধে খেলবেন তিনি।

বন্ধুকে হারালেন বেরেত্তিনি

ইটালির মাতেয়ো বেরেত্তিনি এবং লোরেঞ্জো সোনেগো একে অপরের ভাল বন্ধু। দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে ডেভিস কাপে খেলেন। উইম্বলডনে সেই বন্ধুর বিরুদ্ধেই নামতে হয়েছিল বেরেত্তিনি। লড়াইয়ে জিতলেন তিনিই। ২০২১-এর ফাইনালিস্ট জিতলেন ৬-৭, ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া ম্যাচ শেষ হল বৃহস্পতিবার দুপুরে। তিন দিনই দুই খেলোয়াড়কে কোর্টে নামতে হয়েছে। গত মাসে স্টুটগার্টে সোনেগোর কাছে হেরেছিলেন বেরেত্তিনি। তার বদলা নিলেন। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন অ্যালেক্স ডি’মিনরের বিরুদ্ধে।

জোকোভিচের সামনে ওয়ারিঙ্কা

তিন বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে। আর্জেন্টিনার খেলোয়াড়কে ওয়ারিঙ্কা হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে ওয়ারিঙ্কার সামনে নোভাক জোকোভিচ। বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামই এক বার করে জিতলেও উইম্বলডন কখনও জেতেননি ওয়ারিঙ্কা। সুইৎজারল্যান্ডের খেলোয়াড়ের সতীর্থ রজার ফেডেরারই ঘাসের কোর্টে রাজা ছিলেন এত দিন। শুক্রবার দ্বিতীয় বাছাই জোকোভিচের বিরুদ্ধে নামবেন ওয়ারিঙ্কা। তৃতীয় রাউন্ডে উঠে তিনি বলেছেন, “উইম্বলডন জেতার কোনও সুযোগই নেই আমার। প্রতিটা ম্যাচে ভাল খেলছি। নোভাকের বিরুদ্ধে খেলতে নামা আমার কাছে সম্মানের ব্যাপার। উইম্বলডনে আগে কখনও ওর বিরুদ্ধে খেলিনি। শুধু এই গ্র্যান্ড স্ল্যামেই ওর বিরুদ্ধে খেলা বাকি। খুব কঠিন লড়াইয়ে নামব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE