Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

সাবধানি কোমান, নয়া পরীক্ষা কাভানির

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২০ অক্টোবর ২০২০ ০৫:৩৬
ছবি: এএফপি।

ছবি: এএফপি।

করোনা অতিমারির কারণে মরসুম শুরু হয়েছে দেরিতে। তাই এ বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের খেলাও অন্য বছরের চেয়ে কিছুটা পিছিয়ে শুরু হচ্ছে আজ, মঙ্গলবার থেকে।

বার্সেলোনা বনাম ফেরেন্সভারোস: মাস দু’য়েক আগে চ্যাম্পিয়ন্স লিগেই বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ পর্যুদস্ত হওয়া। যার জেরে ম্যানেজার পর্যন্ত বদল হয়েছে বার্সায়। তার উপরে লা লিগায় শনিবার রাতেই খেতাফের কাছে হার। এই অবস্থায় গ্রুপ ‘জি’-র ম্যাচে ক্যাম্প ন্যু-তে মেসিরা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মুখোমুখি হচ্ছেন হাঙ্গেরির ফেরেন্সভারোসের। সতর্ক কোমান বলেছেন, ‘‘ আমরা কিন্তু এই প্রতিযোগিতার একমাত্র সেরা দল নই।’’

পিএসজি বনাম ম্যান ইউ: গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ঘরের মাঠে প্যারিস সাঁ জারমাঁর প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আকর্ষণের কেন্দ্রে নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র) বনাম এডিনসন কাভানি দ্বৈরথ। পিএসজি তারকা কিলিয়ান এমবাপে বলেছেন, ‘‘কাভানি অতীত। ওকে নিয়ে ভাবার সময় নেই।’’

Advertisement

চেলসি বনাম সেভিয়া: থিয়াগো সিলভা, থিমো ওয়ের্নার-সহ একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন চেলসিতে। ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ‘‘সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামলে মনোনিবেশ ও শৃঙ্খলা রাখা জরুরি।’’

ডায়নামো কিয়েভ বনাম জুভেন্টাস: করোনার জন্য খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগে শেষ ম্যাচে ড্র। সতর্ক ম্যানেজার আন্দ্রেয়া পিরলো বলেছেন, “ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে হবে।”

আরও পড়ুন

Advertisement