Advertisement
E-Paper

লারা নাচলেন স্টুডিওয় লয়েড টিম হোটেলে

রবিবাসরীয় ইডেন ক্যারিবিয়ান রূপকথা দেখার বহু আগের কথা। ওয়াংখেড়েতে মুখোমুখী ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। গেইল ঝড়ে ইংল্যান্ড বোলিং খড়কুটো করে ওড়ানোর পর পুরস্কার অনুষ্ঠানে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিকারী বলে গিয়েছিলেন, ‘‘আজ উৎসবের সবটাই ডিজে ব্র্যাভো আর ওর নতুন গান নিয়ে। তবে কাপ জিততে পারলে হবে আসল পার্টি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০৩:৪৫
কলকাতা ছাড়ার আগে সোমবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অধিনায়ক স্যামি। টিম বাসে নাচছেন ব্রেথওয়েট-ব্র্যাভোরা। আর ট্রফি জেতার মুহূর্তে কোথাও নাচছেন বোল্ট, কোথাও লারা, কোথাও বা সহবাগ। ছবি: উৎপল সরকার, টুইটার

কলকাতা ছাড়ার আগে সোমবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অধিনায়ক স্যামি। টিম বাসে নাচছেন ব্রেথওয়েট-ব্র্যাভোরা। আর ট্রফি জেতার মুহূর্তে কোথাও নাচছেন বোল্ট, কোথাও লারা, কোথাও বা সহবাগ। ছবি: উৎপল সরকার, টুইটার

রবিবাসরীয় ইডেন ক্যারিবিয়ান রূপকথা দেখার বহু আগের কথা। ওয়াংখেড়েতে মুখোমুখী ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। গেইল ঝড়ে ইংল্যান্ড বোলিং খড়কুটো করে ওড়ানোর পর পুরস্কার অনুষ্ঠানে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিকারী বলে গিয়েছিলেন, ‘‘আজ উৎসবের সবটাই ডিজে ব্র্যাভো আর ওর নতুন গান নিয়ে। তবে কাপ জিততে পারলে হবে আসল পার্টি।’’

রবিবার ইয়ন মর্গ্যানদের ফের হারিয়ে সেই ‘আসল পার্টি’ যখন শুরু হল, ততক্ষণে টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংই হয়ে গিয়েছে গানটা।

চ্যাম্পিয়নদের গাওয়া ‘চ্যাম্পিয়ন’।

যে গানের তালে নাচায় গেইল-ব্র্যাভোদেরও টেক্কা দিয়ে গেলেন তিন জন। উসেইন বোল্ট, ব্রায়ান লারা এবং ক্লাইভ লয়েড!

ক্রিকেট মাঠে লয়েডের মুখে কে কতবার হাসি দেখেছেন, সেটা বোধহয় হাতে গুনে বলে দেওয়া যায়। সবর্কালের অন্যতম সেরা টিমের ক্যাপ্টেন, দু’বারের বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান কিংবদন্তির গুরুগাম্ভীর্যটাই তাঁর ট্রেডমার্ক। সেই লয়েডই স্যামিদের জেতা ট্রফি হাতে প্রাণখুলে নাচছেন ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’...। ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন স্যামি। আর লিখেছেন, ‘‘সবাই জানে, বলো স্যর ক্লাইভ লয়েড দু’বারের চ্যাম্পিয়ন!’’

বোল্ট নিজেই ম্যাচের শেষে উদোম গায়ে চ্যাম্পিয়ন ডান্স করে নিজেই টুইট করেন সেই ভিডিও। আর লারা? তিনি ছিলেন পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিশেষজ্ঞের ভূমিকায়। সেখানেই শেষ ওভারের চার ছক্কা দেখতে দেখতে শিশুর মতো লাফাতে থাকেন। তার পরই শুরু হয়ে যায় নাচ! পরে কুর্তা-পাজামায় সেজে এসে স্টুডিওতেও নেচে মাতান।

বীরেন্দ্র সহবাগও ক্যারিবিয়ান নাচের ‘সংক্রমণ’ এড়াতে পারেননি। একটি ওয়েবসাইটে রবিবারের ফাইনাল নিয়ে বলতে গিয়ে প্রথমেই ব্র্যাভোদের ‘চ্যাম্পিয়ন’ নাচের অনুকরণে কিছুটা নেচে নেন ‘নজফগড়ের নবাব’। তার পর বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড আমার দেখা সেরা ফাইনাল। কমেন্ট্রি বক্সে আমি তখন বলেছিলাম শেষ ওভারে ১৯ রান দরকার আর দলটা যখন ওয়েস্ট ইন্ডিজ, যা খুশি হতে পারে। সেটাই হল।’’

ক্যাচ নিয়ে, চার-ছয় মেরে, জিতে-হেরে, মাঠে, টিম বাসে, ডিনার টেবলে, হোটেলে, বিমানে— সর্বত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নাচটা করে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। তবে ট্রফির লড়াই শেষ হলেও নাচের লড়াই চলছে!

মাঠ ছেড়ে এ বার সোশ্যাল মিডিয়ায়। যেখানে ‘চ্যাম্পিয়ন’ নাচের প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুরুটা করেছেন ব্র্যাভো নিজেই। তিনি চ্যালেঞ্জ করেন গেইলকে। যিনি নিজে নেচে ভিডিও পোস্ট করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিরাট কোহালি, এবি ডে’ভিলিয়ার্স এবং অমিতাভ বচ্চনকে। ‘বিগ বি’ নাচের চ্যালেঞ্জে এখনও সাড়া না দিলেও ক্যারিবিয়ানদের পাশে দাঁড়িয়ে ম্যাচ শেষে হুঙ্কার দিয়েছেন, ‘‘শেকড় শুদ্ধু উপড়ে দিয়েছি।’’

এখন দেখার নাচের এই সংক্রমণ কতদূর ছড়ায়। গেইল-ব্র্যাভোদের দৌলতে স্টেপগুলো তো গোটা বিশ্বের মুখস্থ!

Celebration T20 world cup west indies continues
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy