Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Vinesh Phogat

ইউরোপে কুস্তিগির বিনেশের ৪০ দিনের শিবিরের ব্যবস্থা করল কেন্দ্র সরকার

বিনেশের প্রস্তুতির জন্য সরকারের খরচ হচ্ছে ১৫.৫১ লক্ষ টাকা।

বিনেশ ফোগত কি পারবেন টোকিয়োয় পদক জিততে? —ফাইল চিত্র।

বিনেশ ফোগত কি পারবেন টোকিয়োয় পদক জিততে? —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২১:৪৩
Share: Save:

অলিম্পিক্সের প্রস্তুতির জন্য কুস্তিগির বিনেশ ফোগতকে বিদেশে ৪০ দিনের প্রস্তুতি শিবিরে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এর জন্য খরচ হচ্ছে ১৫.৫১ লক্ষ টাকা।

শুধু বিনেশকেই পাঠানো হচ্ছে না, তাঁর ব্যক্তিগত কোচ উলার আকোস, স্পারিং পার্টনার প্রিয়াঙ্কা ফোগত ও ফিজিওথেরাপিস্ট পূর্ণিমা রামন এনগোমদিরকেও পাঠানো হচ্ছে শিবিরে। সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান খরচ, স্থানীয় যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ ধরা হয়েছে এর মধ্যে।

হাঙ্গেরির বুদাপেস্টের ভাসাস স্পোর্টস ক্লাবে ২৮ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে শিবির। ২৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তা হবে পোল্যান্ডের জিরিকের অলিম্পিক ট্রেনিং সেন্টারে। এই প্রস্তুতি শিবিরের পরিকল্পনা করেছেন বিনেশের ব্যক্তিগত কোচ আকোস, যাতে তিনি নিজের ওজনের বিভাগে ইউরোপীয় কুস্তিগিরদের দেখে নিতে পারেন এবং টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক দিয়ে উন্নতি করতে পারেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহানের ডেপুটি হলেন পূজারা​

আরও পড়ুন: পরিবারকে মিস করছেন, বড়দিনে মন খারাপের পোস্ট রোহিতের​

বিনেশ এই সম্পর্কে বলেছেন, “কুস্তিগির হিসেবে নিজের সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সেই হিসেবে এই শিবির থেকে একটা ধারণা করতে পারব বাকিদের তুলনায় আমি ঠিক কোথায় রয়েছি।”

২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন বিনেশ। আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে মহিলাদের ৫৩ কেজি ইভেন্টে তিনি পদক আনতে পারেন বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vinesh Phogat Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE