Advertisement
১৬ মে ২০২৪

বন্ধু মেসির বিরুদ্ধে খেলাই প্রেরণা: সেস

বছরখানেক আগে বার্সেলোনায় মেসি-র স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জো ও লুইস সুয়ারেস-এর স্ত্রী সোফিয়া বালবি-র জুতোর শোরুম উদ্বোধনে লন্ডন থেকে উড়ে এসেছিলেন ফ্যাব্রেগাস। শুধু তাই নয়। দুই তারকা ছুটিও কাটান একসঙ্গে।

সেস ফ্যাব্রেগাস।

সেস ফ্যাব্রেগাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০৪:১১
Share: Save:

মাঠে তাঁরা প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব। তাঁরা হলেন লিওনেল মেসি ও সেস ফ্যাব্রেগাস।

বছরখানেক আগে বার্সেলোনায় মেসি-র স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জো ও লুইস সুয়ারেস-এর স্ত্রী সোফিয়া বালবি-র জুতোর শোরুম উদ্বোধনে লন্ডন থেকে উড়ে এসেছিলেন ফ্যাব্রেগাস। শুধু তাই নয়। দুই তারকা ছুটিও কাটান একসঙ্গে। তবে বুধবার ক্যাম্প ন্যু-তে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে বার্সেলোনা বনাম চেলসি ম্যাচে ফ্র্যাব্রেগাসের লড়াই মেসি-র সঙ্গেই। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চেলসি তারকা বলেছেন, ‘‘মেসি, পিকের মতো বন্ধুদের বিরুদ্ধে খেলা আমাকে সব সময়ই প্রেরণা জোগায়। যদিও মেসি-কে আটকানো সহজ নয়। এই ম্যাচটাই যদি খেলার সুযোগ পাই, ওকে আটকানোর সব রকম চেষ্টা করব।’’

২০১১ থেকে ২০১৪— বার্সেলোনায় চার বছর একসঙ্গে খেলেছেন মেসি ও ফ্যাব্রেগাস। ২০১৪-’১৫ মরসুমে চেলসি-তে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার। কিন্তু ক্যাম্প ন্যু ছাড়ার যন্ত্রণা এখনও ভুলতে পারেননি তিনি। ফ্যাব্রেগাস বলেছেন, ‘‘ভাবতেই পারিনি বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলাম।’’

বার্সেলোনায় ফিরছেন ফ্যাব্রেগাস। তবে এ বার তিনি চেলসির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি-দের হারানোর লক্ষ্য নিয়ে। পুরনো ক্লাবের সমর্থকদের নিয়ে কি চিন্তিত? ফ্যাব্রেগাসের জবাব, ‘‘আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করা। অন্য কিছু নিয়ে ভাবছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE