বিরাট কোহালিদের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ধুন্ধুমার লড়াই। লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা এ ভাবেই হতে চলেছে ভারতের। যে ম্যাচ হবে ৪ জুন ২০১৭ এজবাস্টনে। ১৮ দিনের টুর্নামেন্ট চলবে জুন ১ থেকে ১৮ পর্যন্ত। এজবাস্টন ছাড়াও খেলতে হবে কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম আর ওভালে।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে আবার এজবাস্টনে মুখোমুখি হবে ২০১৫ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। পাশাপাশি সংগঠক ও ২০১৩-র ফাইনালিস্ট ইংল্যান্ড টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ওভালে। একই মাঠে আবার প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কারও লড়াই হবে ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
আড়াই সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টের সূচি ঠিক এক বছর আগে প্রকাশ হল ওভালে। টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ হবে। যার মধ্যে তিনটে নক-আউট। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা আটটি দল ইতিমধ্যেই টুর্নামেন্টে কোয়ালিফাই করে ফেলেছে। শীর্ষবাছাই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে আছে চতুর্থ বাছাই নিউজিল্যান্ড, ষষ্ঠ বাছাই ইংল্যান্ড এবং সাত নম্বর বাছাই বাংলাদেশ।