বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত পাঁচ বারের ফাইনালিস্ট ভারত এ বারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। লড়াইয়ে থাকবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলগুলিও। ছোটদের বিশ্বকাপে এ বার অন্যতম প্রধান আকর্ষণ ভারতের ১৪ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী।
এ বারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করছে জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া। আয়োজক হিসাবে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে জ়িম্বাবোয়ে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য হিসাবে সুযোগ পয়েছে তারা। তবে প্রতিযোগী দলগুলির মধ্যে নেই নামিবিয়ার নাম। আইসিসির পূর্ণ সদস্য দেশ না হওয়ায় সরাসরি খেলার ছাড়পত্র পায়নি অন্যতম আয়োজকেরা। যোগ্যতা অর্জন পর্ব থেকেও জায়গা নিশ্চিত করতে পারেনি। তাই এ বার শুধু আয়োজক হিসাবেই ছোটদের বিশ্বকাপে যুক্ত থাকছে নামিবিয়া।
২০২৪ সালের বিশ্বকাপের প্রথম ১০টি দল এ বার সরাসরি খেলার সুযোগ পেয়েছে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ। আইসিসির পাঁচটি জ়োন থেকে যোগ্যতা অর্জন করেছে তানজ়ানিয়া, আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড এবং আমেরিকা। মোট ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ভারতের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ এবং আমেরিকা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, পাকিস্তান এবং জ়িম্বাবোয়ে। গ্রুপ ‘সি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং জাপান। গ্রুপ ‘ডি’র চার দল হল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান এবং তানজ়ানিয়া।
প্রতিটি গ্রুপ থেকে তিনি করে দল দ্বিতীয় পর্বে যাবে। গ্রুপ ‘এ’র প্রথম তিনটি দল এবং গ্রুপ ‘ডি’র তিনটি দলকে নিয়ে তৈরি হবে সুপার সিক্স গ্রুপ ওয়ান। এই পর্বে দু’টি করে ম্যাচ খেলবে দলগুলি। গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় এবং তৃতীয় দলের সঙ্গে। আবার গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল খেলবে গ্রুপ ‘ডি’র প্রথম এবং তৃতীয় দলের সঙ্গে। গ্রুপ ‘এ’র তৃতীয় দল খেলবে গ্রুপ ‘ডি’র প্রথম এবং দ্বিতীয় দলের সঙ্গে। একই ভাবে সুপার সিক্স গ্রুপ টুয়ে থাকবে গ্রুপ ‘বি’ এবং ‘সি’র প্রথম তিনটি দল। সুপার সিক্স পর্বের দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ ওয়ানের এক নম্বর দল খেলবে গ্রুপ টুয়ের দ্বিতীয় দলের সঙ্গে। আর গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল খেলবে গ্রুপ টুয়ের এক নম্বর দলের সঙ্গে। ফাইনাল ৬ ফেব্রুয়ারি।
ছোটদের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে ১৫ জানুয়ারি। ১৭ জানুয়ারি আয়ুষ মাত্রের দলের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি ভারতকে খেলতে হবে নিউ জ়িল্যান্ডের সঙ্গে। এই ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফলতম দল ভারত। পাঁচ বারের চ্যাম্পিয়ন। এ বারের ভারতীয় দলও বেশ শক্তিশালী। অধিনায়ক আয়ুষ ছাড়া বৈভব, অভিজ্ঞান কুন্ডু, বিহান মালহোত্রা, মহম্মদ এনান, হেনিল পটেল, কিশন সিংহের মতো ক্রিকেটারেরা রয়েছেন দলে। যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতলেও ইংল্যান্ডের কাছে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরে গিয়েছেন মাত্রেরা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ে ভাল পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটারেরা।
দলগত শক্তিতে ভারতের কাছাকাছি থাকবে চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানও যথেষ্ট শক্তিশালী। চমক দেখাতে পারে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশও। ছোটদের বিশ্বকাপে নজর রাখতে হবে তানজ়ানিয়ার দিকে। প্রস্তুতি ম্যাচে জাপান এবং আয়ারল্যান্ডকে হারিয়ে নজর কেড়েছে আফ্রিকার দেশটি। আইসিসিও তানজ়ানিয়াকে নিয়ে উৎসাহিত। ছোটদের বিশ্বকাপের প্রচারেও তানজ়ানিয়ার একাধিক ক্রিকেটারের ছবি ব্যবহার করেছেন জয় শাহেরা।