Advertisement
০২ মে ২০২৪
Sports News

রোহিতের সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য। ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার চেষ্টা। সব মিলে বৃহস্পতিবার এজবাস্টনে লড়াইটা যে অন্যমাত্রা পাবে সেটাই স্বাভাবিক। তার উপর লড়াইটা যখন ভারত, বাংলাদেশের।

সেমিফাইনালে রান পেলেন না সৌম্য সরকার। ছবি: রয়টার্স

সেমিফাইনালে রান পেলেন না সৌম্য সরকার। ছবি: রয়টার্স

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৪:৪৪
Share: Save:

বাংলাদেশ: ২৬৪/৭ (৫০ ওভার)

ভারত: ২৬৫/১ (৪০.১ ওভার)

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার এজবাস্টনে প্রথমে ব্যাট করে ২৬৪ রান তোলে বাংলাদেশ, জবাবে ৯ উইকেট হাতে থাকতে ৪০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত শর্মা, ৯৬ রান করে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহালি। রবিবার ওভালে ট্রফি জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

•চার...চার মেরে জয়ের রান তুলে নিল ভারত।

•৪০ ওভারে ভারত ২৬১/১

•৩৯ ওভারে ভারত ২৫৬/১

•আবার চার...সাব্বির রহমানকে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহালি।

•৩৮ ওভারে ভারত ২৪৯/১

•চার...সাকিবকে বাউন্ডারি লাইনে পাঠালেন রোহিত শর্মা।

•৩৭ ওভারে ভারত ২৩৯/১

•চার...আবারও রোহিত শর্মা। তাসকিনের বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন রোহিত।

•৩৬ ওভারে ভারত ২২৯/১

•৩৫ ওভারে ভারত ২২৪/১

•চার...তাসকিনের বলকে বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা।

•৩৪ ওভারে ভারত ২১৮/১

•আবার চার...সাকিব আল হাসানের বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন বিরাট কোহালি।

•৩৩ ওভারে ভারত ২১২/১

•ছয়...মুস্তাফিজুরকে ওভার বাউন্ডারি মেরে কেরিয়ারে ১১তম শতরানটি করলেন রোহিত শর্মা।

•৩২ ওভারে ভারত ২০১/১

•২০০ রানের গণ্ডি টপকাল ভারত।

•৩১ ওভারে ভারত ১৯৮/১

•চার...মাহমাদুল্লাকে বাউন্ডারির বাইরে পাঠালেন বিরাট কোহালি।

•৩০ ওভারে ভারত ১৮৮/১

•২৯ ওভারে ভারত ১৮৫/১

•অর্ধ-শতরান বিরাট কোহালির।

•২৮ ওভারে ভারত ১৭৭/১

•২৭ ওভারে ভারত ১৭৩/১

•আরও একটা ভাল ওভার বাংলাদেশের জন্য। মাত্র ১ রান দিলেন তাসকিন আহমেদ।

•২৬ ওভারে ভারত ১৭২/১

•মোসাদ্দিক হোসেনকে এক্সট্রা কভারের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহালি।

•২৫ ওভারে ভারত ১৬৪/১

•অনবদ্য বোলিং তাসকিন আহমেদের।

•২৪ ওভারে ভারত ১৬১/১

•২৩ ওভারে ভারত ১৫৬/১

•আবার চার... রুবেল হোসেনকে বাউন্ডারি লাইনে পাঠালেন বিরাট।

•২২ ওভারে ভারত ১৩৯/১

•মুস্তাফিজুরকে বাউন্ডারি লাইনে পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

•২১ ওভারে ভারত ১২৮/১

•২০ ওভারে ভারত ১২৪/১

•মুস্তাফিজুরকে শর্ট কভারের উপর দিয়ে বাউন্ডারি লাইনে পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

•১৯ ওভারে ভারত ১১৮/১

•চার...রুবেল হোসেনকে পর পর দু'বলে দু'টি চার রোহিতের।

•১৮ ওভারে ভারত ১০৬/১

•মাত্র ৪ রান দিয়ে দ্বিতীয় স্পেলে ভালও শুরু করলেন মুস্তফিজুর রহমান।

•১৭ ওভারে ভারত ১০২/১

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

•১৬ ওভারে ভারত ৯৯/১

•অর্ধ-শতরান করলেন রোহিত শর্মা।

•চার...সাকিবকে পর পর দু'বলে দু'টি চার রোহিতের।

•১৫ ওভারে ভারত ৮৭/১

•টাইগার অধিনায়ক মাশরফি মোর্তাজার বলে আউট হয়ে মাঠ ছাড়লেন শিখর ধবন(৪৬)।

•আউট...

•১৪ ওভারে ভারত ৮৩/০

•ধিরে ধিরে ম্যাচে ফেরার চেষ্টায় বাংলাদেশ।

•১৩ ওভারে ভারত ৭৭/০

•১২ ওভারে ভারত ৭৪/০

•চার...রুবেল হোসেনকে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন শিখর ধবন।

•১১ ওভারে ভারত ৬৭/০

•১০ ওভারে ভারত ৬৩/০

•বোলিং পরিবর্তন বাংলাদেশের। তাসকিনের পরিবর্তে বলে এলেন রুবেল হোসেন।

•৯ ওভারে ভারত ৬০/০

•৮ ওভারে ভারত ৫৬/০

•ছয়...তাসকিনকে গ্যালারিতে ফেললেন শিখর ধবন।

•আবারও চার...পয়েন্টের উপর দিয়ে তাসকিনকে বাউন্ডারি লাইনে পাঠালেন শিখর ধবন।

•৭ ওভারে ভারত ৪০/০

•আবার চার...টাইগার অধিনায়ককে বাউন্ডারির বাইরে পাঠালেন রোহিত শর্মা।

•৬ ওভারে ভারত ৩৬/০

•চার...তাসকিনের বলকে মিড-অফের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন শিখর ধবন।

•বোলিং পরিবর্তন বাংলাদেশের। মুস্তাফিজুরের জায়গায় বোলিংয়ে এলেন তাসকিন আহমেদ।

•৫ ওভারে ভারত ৩১/০

•আবার চার...অনবদ্য টাইমিংয়ে মোর্তাজাকে বাউন্ডারির লাইনে পাঠালেন রোহিত শর্মা।

•৪ ওভারে ভারত ২৫/০

•আবার চার...আবারও রহমানের বলকে বাউন্ডারি লইনে পাঠালেন রোহিত।

•চার...মুস্তাফিজুর রহমানের বলকে বাউন্ডারির বাইরে পাঠালেন রোহিত শর্মা।

•৩ ওভারে ভারত ১৩/০

•২ ওভারে ভারত ১১/০

•আবার চার....পরপর দু'বলে দু'টি চার ধবনের

•চার....ভারতের ইনিংসের প্রথম চারটি মারলেন শিখর ধবন।

•১ ওভারে ভারত ২/০

ব্যাটিং শুরু ভারতের

•৫০ ওভারে বাংলাদেশ ২৬৪/৭

•৪৯ ওভারে বাংলাদেশ ২৫৮/৭

•চার...বুমরাহকে পরপর দু'টি চার মারলেন মাশরফি মোর্তাজা।

•৪৮ ওভারে বাংলাদেশ ২৪৮/৭

•৪৭ ওভারে বাংলাদেশ ২৪৪/৭

•চার...এবার বুমরাহকে মাঠের বাইরে পাঠালেন টাইগার অধিনায়ক।

•৪৬ ওভারে বাংলাদেশ ২৩৬/৭

•চার...ভুবনেশ্বরকে বাউন্ডারির বাইরে পাঠালেন মোর্তাজা।

•৪৫ ওভারে বাংলাদেশ ২২৯/৭

•মাহমদুল্লাকে বোল্ড করলেন জসপ্রীত বুমরাহ।

•আউট...

•৪৪ ওভারে বাংলাদেশ ২২৬/৬

•চার...ভুবনেশ্বর কুমারকে চার মারলেন টাইগার অধিনায়ক মাশরফি মোর্তাজা।

•৪৩ ওভারে বাংলাদেশ ২২০/৬

•মুসাদ্দেক হোসেনকে ডাগ-আউটে পাঠালেন জসপ্রীত বুমরাহ।

•আউট...

•৪২ ওভারে বাংলাদেশ ২১৮/৫

•ওভারের প্রথম বলেই অশ্বিনকে বাউন্ডারিতে পাঠালেন মাহমাদুল্লা।

•৪১ ওভারে বাংলাদেশ ২১২/৫

•চার....বুমরাহকে বাউন্ডারিতে পাঠালেন মুসাদ্দেক হুসেন।

•৪০ ওভারে বাংলাদেশ ২০৭/৫

•৩৯ ওভারে বাংলাদেশ ১৯৭/৫

•চার....মাহমাদুল্লার ক্যাচ মিস করলেন অশ্বিন। চার আটকাটেও ব্যার্থ হন এই অফ স্পিনার।

•৩৮ ওভারে বাংলাদেশ ১৯১/৫

•৩৭ ওভারে বাংলাদেশ ১৮৮/৫

•চার...বহুক্ষণ পর চার মারলেন কোনও বাংলাদেশি ব্যাটসম্যান।

•৩৬ ওভারে বাংলাদেশ ১৮৩/৫

•আবারও কেদার যাদব। যাদবের বলে কোহালির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন মুসফিকুর রহিম।

•আউট...

•৩৫ ওভারে বাংলাদেশ ১৭৯/৪

•জাদেজার বলে স্টাম্প হয়ে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান।

•আউট...

•৩৪ ওভারে বাংলাদেশ ১৭৭/৩

•৩৩ ওভারে বাংলাদেশ ১৭৫/৩

•চার.....পয়েন্টের সামনে দিয়ে জাদেজার বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন সাকিব।

•৩২ ওভারে বাংলাদেশ ১৬৭/৩

•আরও একটা ভালও ওভার ভারতীয় দৃষ্টিকোন থেকে।

•৩১ ওভারে বাংলাদেশ ১৬৪/৩

•৩০ ওভারে বাংলাদেশ ১৬১/৩

•দুরন্ত বোলিং কেদার যাদবের।

•২৯ ওভারে বাংলাদেশ ১৫৬/৩

•২৮ ওভারে বাংলাদেশ ১৫৪/৩

•কেদার যাদবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তামিম ইকবাল(৭০)

•আউট...

•২৭ ওভারে বাংলাদেশ ১৫২/২

•অর্ধ-শতরান করলেন মুসফিকুর রহিম।

•২৬ ওভারে বাংলাদেশ ১৪৮/২

•বোলিং পরিবর্তন। বলে এলেন কেদার যাদব।

•২৫ ওভারে বাংলাদেশ ১৪২/২

•২৪ ওভারে বাংলাদেশ ১৩৭/২

•ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে আনছে বাংলাদেশ

•২৩ ওভারে বাংলাদেশ ১৩০/২

•২২ ওভারে বাংলাদেশ ১২৩/২

•চার.....অশ্বিনকে পর পর তিন বলে তিনটি চার তামিম ইকবালের।

•২১ ওভারে বাংলাদেশ ১১০/২

•চার....জাদাজাকে আবারও বাউন্ডারি লাইনে পাঠালেন মুশফিকুর রহিম।

•২০ ওভারে বাংলাদেশ ১০৫/২

• নিজের পঞ্চম ওভারে মাত্র ১ রান দিলেন অশ্বিন।

•১৯ ওভারে বাংলাদেশ ১০৪/২

•অর্ধ শতরান করলেন তামিম ইকবাল।

•চার.......জাদেজাকে বাউন্ডারি লাইনে পাঠালেন তামিম ইকবাল।

•১৮ ওভারে বাংলাদেশ ৯৬/২

•দুরন্ত বোলিং অশ্বিনের।

•১৭ ওভারে বাংলাদেশ ৯০/২

•ছয়......হার্দিক পাণ্ড্যর বলকে বাউন্ডারির বাইরে ফেললেন তামিম ইকবাল।

•১৬ ওভারে বাংলাদেশ ৮৩/২

•চার...অশ্বিনকে বাউন্ডারির বাইরে পাঠালেন তামিম ইকবাল।

•১৫ ওভারে বাংলাদেশ ৭১/২

•১৪ ওভারে বাংলাদেশ ৬৬/২

•বলে পরিবর্তন। বোলিংয়ে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

•১৩ ওভারে বাংলাদেশ ৬২/২

• হার্দিক পাণ্ড্যর পর দু'টি নো বলে দু'টি উইকেট।

•১২ ওভারে বাংলাদেশ ৪৯/২

•১১ ওভারে বাংলাদেশ ৪৭/২

•১০ ওভারে বাংলাদেশ ৪৬/২

•প্রথম পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৫ তুলল টাইগার বাহিনী

•৯ ওভারে বাংলাদেশ ৪৫/২

•চার....পর পর তিন 'বলে তিনটি চার মুসফিকুর রহিমের

•৮ ওভারে বাংলাদেশ ৩১/২

•৭ ওভারে বাংলাদেশ ৩১/২

•ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সাব্বির রহমানকে ডাগ আউটে পাঠালেন ভুবনেশ্বর কুমার।

•আউট....

•৬ ওভারে বাংলাদেশ ৩১/১

•মেডেন ওভার। ষষ্ঠ ওভারে একটিও রান খরচ করলেন না জসপ্রীত বুমরাহ।

•৫ ওভারে বাংলাদেশ ৩১/১

•চার...এবার ভুবনেশ্বরকে বাউন্ডারি লাইনে পাঠালেন তামিম ইকবাল

•৪ ওভারে বাংলাদেশ ২৬/১

•চার....এবারও সেই সাব্বির রহমান। মিড অফের উপর দিয়ে চার সাব্বিরের।

•৩ ওভারে বাংলাদেশ ২১/১

•আবার চার...কভারের উপর দিয়ে চার রহমানের

•চার....এবার ভুবনেশ্বরকে বাউন্ডারি লাইনে পাঠালেন সাব্বির রহমান

•২ ওভারে বাংলাদেশ ১০/১

•চার....বুমরাহকে বাউন্ডারি লাইনে পাঠালেন তামিম ইকবাল

•১ ওভারে বাংলাদেশ ১/১

•সৌম্য সরকারকে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার

•আউট.....

•ভারতের হয়ে বোলিং ওপেন করলেন ভুবনেশ্বর কুমার

•খেলা শুরু:

টস জয়টা সব ম্যাচেই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের লড়াইয়ের শুরুটা তাই থাকল ভারতেরই দখলে। টস জিতে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সকালে মাঠে ৩০০তম ওয়ান ডে খেলার জন্য যুবরাজকে শুভেচ্ছা জানানো হল। মেমেন্টো আবার তুলে দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য। ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার চেষ্টা। সব মিলে বৃহস্পতিবার এজবাস্টনে লড়াইটা যে অন্যমাত্রা পাবে সেটাই স্বাভাবিক। তার উপর লড়াইটা যখন ভারত, বাংলাদেশের।

ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুসফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমাদুল্লা, মোসাদ্দেক হুসেন, মাসরাফি মোর্তাজা, রুবেল হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE