Advertisement
০৬ মে ২০২৪

কর ফাঁকির অভিযোগের মধ্যেই রোনাল্ডোর শপথ

তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠলেও মঙ্গলবার পর্তুগাল ট্রেনিংয়ে অবশ্য খোশমেজাজেই ছিলেন রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে ঠাট্টা করতেও দেখা যায় তাঁকে। রিয়ালকে বারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও রোনাল্ডো জানিয়েছিলেন তিনি এখানেই থামতে চান না।

মহড়া: কনফেড কাপের প্রস্তুতি চলছে রোনাল্ডোর। ছবি: রয়টার্স

মহড়া: কনফেড কাপের প্রস্তুতি চলছে রোনাল্ডোর। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৪:৪১
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগা। এ বার মিশন কনফেডারেশনস কাপ। কয়েক দিনের মধ্যেই কনফেডারেশনস কাপে মেক্সিকোর বিরুদ্ধে পর্তুগালের হয়ে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

কিন্তু কনফেডারেশনস কাপ শুরু হওয়ার আগেই ধাক্কা রোনাল্ডোর। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো এ বার রোনাল্ডোর বিরুদ্ধেও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। মাদ্রিদের সরকারি আইনজীবীর অভিযোগ অনুযায়ী ২০১১ থেকে ২০১৪-র মধ্যে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। দুটো কম্পানির সাহায্যেই নাকি কর ফাঁকি দিয়েছেন সি আর সেভেন। রোনাল্ডোর তরফ থেকে কোনও মন্তব্য না এলেও আশঙ্কা করা হচ্ছে মেসির মতোই তাঁকেও হয়তো কোর্টে হাজিরা দিতে হতে পারে।

তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠলেও মঙ্গলবার পর্তুগাল ট্রেনিংয়ে অবশ্য খোশমেজাজেই ছিলেন রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে ঠাট্টা করতেও দেখা যায় তাঁকে। রিয়ালকে বারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও রোনাল্ডো জানিয়েছিলেন তিনি এখানেই থামতে চান না। আরও ট্রফি তুলতে চান। পরিষ্কার করে দেন নিজের ট্রফি ক্যাবিনেটে জুড়তে চান কনফেডারেশনস কাপও। রোনাল্ডো বলছেন, ‘‘কনফেড কাপে খেলতে যাচ্ছি। সেটাও জিততে চাই।’’

রবিবার রাশিয়ার কাজান এরিনায় পর্তুগালের মুখোমোখি মেক্সিকো। রোনাল্ডোদের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড ও রাশিয়াও। টুর্নামেন্ট জেতার ফেভারিট বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি হলেও পর্তুগিজ কোচ ফের্নান্দো স্যান্টোস জানিয়ে দিলেন তাঁর দল কোনও অংশে কম নয়। ‘‘আমরা ফেভারিট হিসেবেই কনফেডারেশনস কাপ খেলতে যাচ্ছি। জানি এটা খুব কঠিন একটা টুর্নামেন্ট। তাতেও বলছি আমরা জেতার ক্ষমতা রাখি। প্রতিটা ম্যাচেই আমার দলের ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে,’’ বলছেন স্যান্টোস।

এক বছর আগেও ধরা হয়েছিল ইউরো জিততে পারবে না পর্তুগাল। কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোনাল্ডোর দল। সেই উদাহরণ টেনে স্যান্টোস বলছেন, ‘‘আমি এক বছর আগেও বলেছিলাম ইউরো জিততে পারে পর্তুগাল। হয়তো আমরা ফেভারিট ছিলাম না। কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা ছিল আমাদের। সেই আত্মবিশ্বাসটাই কনফেডারেশনস কাপেও নিয়ে যাচ্ছি।’’

পর্তুগাল দলে রোনাল্ডো ছাড়াও সবার নজর তরুণ ফরোয়ার্ড আন্দ্রে সিলভার ওপর। এফসি পোর্তোর হয়ে গত মরসুমে দুর্দান্ত সমস্ত পারফরম্যান্স উপহার দিয়ে এ বার এসি মিলানে সই করেছেন আন্দ্রে সিলভা। স্বয়ং রোনাল্ডোও বলেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আন্দ্রে সিলভা অন্যতম সেরা প্রতিভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE